ওয়াটারস এজ উৎসব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্য ওয়াটারস এজ উৎসব হল লাফার্জ লেকের তীরে এবং ব্রিটিশ কলাম্বিয়ার কোকুইটলামের এভারগ্রিন কালচারাল সেন্টারে ২৫ ঘণ্টার একটানা সঙ্গীত উৎসব। চব্বিশ ঘন্টার ইভেন্টে শত শত বিশ্ব সঙ্গীত, জ্যাজ এবং ঐতিহ্যবাহী পারফর্মাররা সাতটি ভিন্ন ভিন্ন স্থানে বাজান, সেইসাথে ওয়ার্কশপ, একটি লণ্ঠন শোভাযাত্রা এবং একটি মধ্যরাতের ড্রাম সার্কেল অনুষ্ঠিত হয়। [১]

উদ্বোধনী ইভেন্টটি কোকুইটলামের ফেস্টিভাল ডু বোইসের মতো একই সপ্তাহান্তে অনুষ্ঠিত হয়েছিল। সংঘর্ষ এড়াতে এবং ২০০৯ সালে ঠান্ডা আবহাওয়ার সম্ভাবনা কমাতে ২০১০ সালের উৎসবটি দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছিল। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Water's Edge: Introduction ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে Retrieved on 10 May 2009
  2. Tri-City News: Cold weather for first Water's Edge ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ মার্চ ২০০৯ তারিখে 9 March 2009

বহিঃসংযোগ[সম্পাদনা]