ওয়াকিদ ইবনে আবদুল্লাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ওয়াকিদ ইবনে আবদুল্লাহ ছিলেন মুহাম্মদ (সাঃ) এর সাহাবী যিনি মুহাম্মদ (সাঃ) এর আমলে নাখলা রাইদে অংশ নিয়েছিলেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি ইসলামী যুদ্ধে কাউকে হত্যা করেছিলেন। [১] সংঘটিত সংক্ষিপ্ত যুদ্ধে ওয়াকিদ ইবনে আবদুল্লাহ কুরাইশ কাফেলার নেতার দিকে তীর চালিয়ে আমর ইবনে হাদরামিকে হত্যা করেছিলেন। মুসলমানরা দু'জন কুরাইশ উপজাতির সদস্যকে বন্দী করেছিলেন। নওফাল ইবনে আবদুল্লাহ পালাতে সক্ষম হন। মুসলিমরা উসমান ইবনে আবদুল্লাহ এবং আল-হাকাম ইবনে কেসানকে বন্দী হিসাবে গ্রহণ করেন। আবদুল্লাহ ইবনে জাহশ গনিমতের সাথে দুজন বন্দীকে নিয়ে মদিনায় ফিরে আসেন।[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]