এস. আব্দুল রহিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এস. আব্দুল রহিম একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ১৪তম তামিলনাড়ু বিধানসভার সদস্য ছিলেন। তিনি আবাদি আসন থেকে সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র কড়গম দলের প্রতিনিধিত্ব করেছিলেন। [১]

তিনি অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘু কল্যাণ মন্ত্রীর পদে ছিলেন।

২০১৬ সালের নির্বাচনে এই আসন থেকে কে. পান্ডিরাজন জিতেছিল। [২]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

রহিম ১৮ বছর বয়সে সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম দলে যোগদান করেছিলেন এবং তিনি দু'বার আবাড়ি পৌরসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (পিডিএফ)। Government of Tamil Nadu। ২০১২-০৩-২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৬ 
  2. "15th Assembly Members"। Government of Tamil Nadu। ২০১৬-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৬