এস্টোরিয়া নদী

স্থানাঙ্ক: ৫২°৪৭′৫৭″ উত্তর ১১৮°০১′১৩″ পশ্চিম / ৫২.৭৯৯১৭° উত্তর ১১৮.০২০২৮° পশ্চিম / 52.79917; -118.02028
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এস্টোরিয়া নদী
আথাবাস্কা নদীতে পতনের পূর্বে এস্টোরিয়া নদী
অবস্থান
দেশকানাডা
প্রদেশআলবার্টা
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানটনকুইন উপত্যকা
 • স্থানাঙ্ক৫২°৪১′০৩″ উত্তর ১১৮°১৪′৫৯″ পশ্চিম / ৫২.৬৮৪১৭° উত্তর ১১৮.২৪৯৭২° পশ্চিম / 52.68417; -118.24972
 • উচ্চতা১,৯৮৩ মিটার (৬,৫০৬ ফুট)
মোহনা 
 • অবস্থান
আথাবাস্কা নদী
 • স্থানাঙ্ক
৫২°৪৭′৫৭″ উত্তর ১১৮°০১′১৩″ পশ্চিম / ৫২.৭৯৯১৭° উত্তর ১১৮.০২০২৮° পশ্চিম / 52.79917; -118.02028
 • উচ্চতা
১,০৮০ মিটার (৩,৫৪০ ফুট)

এস্টোরিয়া নদী কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে কানাডিয় রকি পর্বতমালার অন্তর্গত নদী। নদীটির উৎপত্তি টনকুইন উপত্যকায়, এবং এর মোহনা আথাবাস্কা নদীতে। এটি আথাবাস্কা নদীর অন্যতম উপনদী। ব্যবসায়ী জন জ্যাকব এস্টোরের নামে এই নদীর নামকরণ করা হয়। প্রবাহপথে নদীটির গুটিকয়েক উপনদী আছে।

প্রবাহ[সম্পাদনা]

এস্টোরিয়া নদীর ব্যুৎপত্তি টনকুইন উপত্যকায়। টনকুইন উপত্যকাটি ফ্রেজার হিমবাহ, রাম্প্যান্টস পর্বতশ্রেনী, ইরবাস পর্বত, ক্লিথেরো পর্বত এবং ওল্ডহর্ন পর্বত বেষ্টিত। এই কয়টি পর্বতের বারীপাত ও গলিত বরফের নির্গমণ স্থান টনকুইন উপত্যকা, নিষ্কাশিত জল একত্রে এস্টোরিয়া নদীর সৃষ্টি করেছে। প্রবাহ পথে ইরামাইট, ক্যাম্পাস ও ভারডেন্ট নালীর মোহনা এস্টোরিয়ায় এসে পড়েছে। আলবার্টা মহাসড়ক ৯৩এ এই নদীর উপর দিয়ে চলে গেছে। এই মহাসড়কের সমান্তরালে কিছুদুর প্রবাহিত হওয়ার পর নদীটি উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে আথাবাস্কা নদীতে মিশেছে।[১][২]

জেসপার জাতীয় উদ্যানে প্রবাহিত এস্টোরিয়া নদী

নামকরণ[সম্পাদনা]

এস্টোরিয়া নদী, এবং নিকটবর্তী এস্টোরিয়া গিরিপথের নাম পশম ব্যবসায়ী এবং আমেরিকান ফার কোম্পানি'র মালিক জন জ্যাকব আস্টোরের নামে নামকরণ করা হয়েছে।[১][২]

উপনদী[সম্পাদনা]

এস্টোরিয়া নদীর উপনদী সমূহ-

  • ইরামাইট নালী
  • ক্যাম্পাস নালী
  • ভারডেন্ট নালী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Karamitsanis, Aphrodite (1991). Place Names of Alberta, Volume 1. ক্যালগেরি: ক্যালগেরি বিশ্ববিদ্যালয় প্রেস, পৃষ্ঠা. ৯
  2. Place-names of Alberta। Ottawa: Geographic Board of Canada। ১৯২৮। পৃষ্ঠা 13।