বিষয়বস্তুতে চলুন

এসিআই লিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই)
ধরনবেসরকারি শিল্প প্রতিষ্ঠান
শিল্পরাসায়নিক, ওষুধ, কৃষি, ভোগ্যপণ্য, খাদ্যপণ্য, নিত্যব্যবহার্য পণ্য, বাণিজ্যিক যান, মোটর সাইকেল, যোগাযোগ, ইলেকট্রনিক্স
প্রতিষ্ঠাকাল১৯৯২[]
সদরদপ্তরতেজগাঁও, ঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
এম আনিস উদ দৌলা, চেয়ারম্যান,
আরিফ দৌলা, ব্যবস্থাপনা পরিচালক
আয়বৃদ্ধি ৳ ২৩৮ মিলিয়ন[]
ওয়েবসাইটaci-bd.com

এসিআই (ইংরেজি: ACI) বা অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প সংস্থা। ঔষধ শিল্প প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে ২৫টি কোম্পানি মিলে একটি বৃহৎ শিল্প-গ্রুপ গড়ে তুলেছে।

ইতিহাস

[সম্পাদনা]

প্রাক্তন আইসিআই (ICI) ১৯৯২ সালে এদেশে তাদের ব্যবসা গুটিয়ে নেয়ার সময় তা বর্তমান গোষ্ঠীর কাছে বিক্রি করে যায়, আন্তর্জাতিক কোম্পানি আইসিআই এর সুনাম ও তার ঔষধগুলো ধরে রাখার জন্য বর্তমান মালিকপক্ষ এর পূর্বতন নামের সাথে মিলিয়ে এসিআই রাখে এবং কোম্পানি লোগো প্রায় একই রাখে। বর্তমানে আনিসুদ্দৌলা এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তার বড় ছেলে আরিফুদ্দৌলা ACI এর দায়িত্বে আছেন।

বর্তমানে এসিআই গ্রুপের অধীনে এখন কোম্পানির সংখ্যা প্রায় ২৫টি। ওষুধ, পশুর ওষুধ, সার, কীটনাশক, কৃষিপণ্য, ভোগ্যপণ্য, খাদ্যপণ্য, নিত্যব্যবহার্য পণ্য, কৃষি ও বাণিজ্যিক যান, মোটরসাইকেল ইত্যাদি খাতে ব্যবসা রয়েছে তাদের। এসিআই গ্রুপের মোট বার্ষিক পণ্য বিক্রি দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা। ২০১৭–১৮ অর্থবছরে পুঁজিবাজারে নিবন্ধিত এসিআইয়ের দুই প্রতিষ্ঠানের বিক্রি ছিল ৬ হাজার ২৬৬ কোটি টাকা। এছাড়া এসিআই প্রায় ১০ হাজারের মতো কর্মীর কর্মসংস্থানে ব্যবস্থা করেছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "চাকরিজীবী থেকে সফল উদ্যোক্তা"। এবং বাণিজ্য, প্রথম আলো। ৯ সেপ্টেম্বর ২০১৯। পৃষ্ঠা ৪। 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "চাকরিজীবী থেকে সফল উদ্যোক্তা"। ৯ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]