এসমন্ড বুলমার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জেমস এসমন্ড বুলমার (জন্ম ১৮ মে ১৯৩৫) একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ। তিনি এডওয়ার্ড চার্লস বুলমার (জন্ম ১৯০৭) এবং তার স্ত্রী মার্গারেট লেই (রবার্টস) বুলমার (জন্ম ১৯০৮) এর পুত্র। তার বাবা একজন আরএএফ ফ্লাইট লেফটেন্যান্ট ১৯৪১ সালে সক্রিয় চাকরিরত অবস্থায় নিহত হন।

বুলমার রাগবি স্কুল এবং কিংস কলেজ, কেমব্রিজে শিক্ষিত হন। তিনি তার জাতীয় চাকরির সময় স্কটস গার্ডে কমিশন লাভ করেন। এরপর তিনি পারিবারিক প্রতিষ্ঠান এইচপি বুলমার হোল্ডিংস লিমিটেডের জন্য কাজ করেন। তিনি ফেব্রুয়ারী ১৯৭৪ থেকে ১৯৮৩ সালের সাধারণ নির্বাচন পর্যন্ত কিডারমিনস্টারের সংসদ সদস্য ছিলেন এবং ১৯৮৩ থেকে ১৯৮৭ সালের সাধারণ নির্বাচনে দাঁড়ানো পর্যন্ত ওয়ায়ার ফরেস্টের সংসদ সদস্য ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]