এম-৭৪ (মিশিগান হাইওয়ে)
M-74 | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
Missaukee County Road Commission দ্বারা রক্ষণাবেক্ষণকৃত | ||||
দৈর্ঘ্য: | ১৮.৪ মাইল[২] (২৯.৬ কিমি) | |||
বিদ্যমান: | 1919[১] – 1939[৩][৪] | |||
প্রধান সংযোগস্থল | ||||
West প্রান্ত: | ![]() | |||
South প্রান্ত: | ![]() | |||
অবস্থান | ||||
কাউন্টিসমূহ: | Missaukee | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
এম-৭৪ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নামাঙ্কিত স্টেট ট্রাঙ্কলাইন হাইওয়ে ছিল। মহাসড়কটি মিসাকি কাউন্টির গ্রামীণ এলাকা মধ্য দিয়ে চলে পিয়নির সাথে মেরিটকে সংযুক্ত করেছে। ১৯১৯ সালে একটি দীর্ঘ্য রাস্তা হিসাবে নামকরণ হয়েছিল। ১৯৩০-এর দশকে সম্পূর্ণভাবে জাতীয় মহাসড়ক ব্যবস্থা থেকে স্থানান্তর করার পরে এটিকে ভেঙ্গে সংক্ষিপ্ত করা হয়েছিল।
পরিচ্ছেদসমূহ
রাস্তার বিবরণ[সম্পাদনা]
রাস্তাটির পইনার এলাকার এম ৬৬ থেকে আরম্ভ। নেলসন রোডের দিকে মোড় নেবার পূর্বে রাস্তাটি মরিসটাউন থেকে স্টিটসভ্যালি পর্যন্ত মরিস টাউন রোড দিয়ে চলে। রাস্তাটি এরপর স্টারসিটি এলাকা অতিক্রম করে। রাস্তাটি মেরিট এর দক্ষিণাঞ্চলে স্টার সিটি রোডের কাছাকাছি এম ৫৫ এ গিয়ে সমাপ্ত হয়।
ইতিহাস[সম্পাদনা]
১৯১৯ সালের ১ জুলাই এর ম্যাপ থেকে জানা যায় রাস্তাটি মুলত পইনার থেকে এম ৫৫ এর পশ্চিমে মেরিট পর্যন্ত বিস্তৃতি ছিল। নেলসন রোডের দিকে মোড়নেবার পূর্বে রাস্তাটি মরিসটাউন অতিক্রম করে। ১৯৩৮ সাল পর্যন্ত এটি রাজ্য সড়ক হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তী বছর রাস্তাটিকে স্থানীয় প্রশাসনের অধিনে নিয়ে আস্থা হলে রাস্তাটি জাতীয় মহাসড়কের মর্যাদা হারায়। ১৯৩৯ সালে পুরো এম ৭৪ কেই নামকরণ হতে বাদ দেওয়া হয়। তখন থেকে এখন পর্যন্ত রাস্তাটিকে আর কখনো রাজ্য সড়ক হিসেবে কমিশন করা হয়নি।
প্রধান সংযোগস্থলসমূহ[সম্পাদনা]
সম্পূর্ণ মহাসড়ক ছিল Missaukee কাউন্ট্রি-এ।
অবস্থান | মাইল[২] | কিঃমিঃ | গন্তব্য | টীকা |
---|---|---|---|---|
Pioneer | 0.0 | ০�0 | ![]() | Historic western terminus |
Merritt | 18.4 | ২৯.৬ | ![]() | Southern terminus at time of decommissioning |
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট (জুলাই ১, ১৯১৯)। State of Michigan: Lower Peninsula (মানচিত্র)। Scale not given (ইংরেজি ভাষায়)। লনসিংগ: মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট। ওসিএলসি 15607244।
- ↑ ক খ গুগল (মার্চ ৪, ২০১১)। "Overview Map of Former M-74" (মানচিত্র)। গুগল মানচিত্র। গুগল। সংগ্রহের তারিখ মার্চ ৪, ২০১১।
- ↑ উদ্ধৃতি ত্রুটি: অবৈধ
<ref>
ট্যাগ;MSHD39-04
নামের সূত্রের জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি: অবৈধ
<ref>
ট্যাগ;MSHD39-12
নামের সূত্রের জন্য কোন লেখা প্রদান করা হয়নি