বিষয়বস্তুতে চলুন

এম্পায়ার অফ দ্য সান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এম্পায়ার অফ দ্য সান বইয়ের ১ম সংস্করণের প্রচ্ছদ

এম্পায়ার অফ দ্য সান ব্রিটিশ ঔপন্যাসিক জে জি ব্যালার্ড রচিত একটি ইংরেজি উপন্যাস।[] দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে এক জাপানী ইন্টার্নমেন্ট ক্যাম্পে লেখকের জীবনাচারের সাথে কিছুটা কল্পনা মিশিয়ে রচিত হয়েছে উপন্যাসটি। এই উপন্যাস থেকে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে যার নাম একই অর্থাৎ এম্পায়ার অফ দ্য সান। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন স্টিভেন স্পিলবার্গ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Empire Of The Sun: Latest News, Videos and Photos of Empire Of The Sun | Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১০