এমিলের গোয়েন্দা দল
অবয়ব
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
এমিলের গোয়েন্দা দল (Emil and the Detectives) জার্মান লেখক এরিখ কেস্টনার রচিত বার্লিনের পটভূমিতে রচিত কিশোর উপন্যাস।[১] বইটি ১৯২৯ সালে প্রকাশিত হয়। বইটির নাম জার্মান ভাষায় এমিল উন্ড ডি ডেটেক্টিভে (Emil und die Detektive)। বাংলাদেশে এই বই অবলম্বনে এমিলের গোয়েন্দা বাহিনী নামে শিশুতোষ চলচ্চিত্র নির্মিত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Emil und die Detektive – Entstehungsgeschichte und Rezeption" [Emil and the Detectives – history and reception]। zeitreisen.de (German ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২০।