এদুয়ার্দ হামবার্দজুমিয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এদুয়ার্দ হামবার্দজুমিয়ান

এদুয়ার্দ হামবার্দজুমিয়ান (মাঝে বামদিকে)
পদক রেকর্ড
 আর্মেনিয়া-এর প্রতিনিধিত্বকারী
পুরুষদের মুষ্টিযুদ্ধ
ইউরোপীয় অপেশাদার চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৮ লিভারপুল লাইট ওয়েল্টারওয়েট

এদুয়ার্দ হামবার্দজুমিয়ান (আর্মেনীয়: Էդուարդ Համբաիձումյան; জন্ম ২৩শে ফেব্রুয়ারি, ১৯৮৬) একজন আর্মেনীয় অপেশাদার মুষ্টিযোদ্ধা। তিনি ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে লাইট ওয়েল্টারওয়েট বিভাগে অংশ নেন।

হামবার্দজুমিয়ান ২০০৭ বিশ্ব অপেশাদার মুষ্টিযু্দ্ধ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছান। রাশিয়ার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, তিনি দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে অনুষ্ঠিত ২০০৪ সালের বিশ্ব অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ জেতেন। ফাইনালে ৫৭কেজি ওজনের এদুয়ার্দের প্রতিপক্ষ ছিলেন আর্জেনিস মেন্ডেজ (DOM)।

২০০৮ অলিম্পিকে, হামবার্দজুমিয়ান প্রথম লড়াইতেই ডমিনিকান ম্যানুয়েল ফেলিক্স ডিয়াজের কাছে পরাজিত হন।[১]

পাদটিকা[সম্পাদনা]

  1. ""Medallists by weight category""AIBA। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০০৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]