উল্ফ-চাকঁফ প্রভাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উল্ফ-চাকঁফ প্রভাব (Wolff–Chaikoff effect),[১] বলতে অধিক পরিমাণের আয়োডিন সেবনের পরে থাইরয়েড হরমোনের মাত্রা কমে যাওয়া বোঝায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ড° জাঁ উল্ফ এবং ইজরাইল লিয়ন চাকঁফ এই প্রভাব আবিষ্কার করেছিলেন।[২] ১৯৪৮ সালে তাঁরা লক্ষ্য করেন যে ইঁদুরের গায়ে আয়োডিনের ইনজেকশন দিলে থাইরয়েড গ্রন্থিতে সাধারণত হওয়া আয়োডিনের অর্গানিফিকেশন (জারণ) সম্পূর্ণভাবে ব্যাহত হয়।[৩][৪] গ্রেভসের রোগ থাকা ব্যক্তির নীরোগ লোকের এমন হওয়ার সম্ভাবনা বেশি,[৫] এবং গ্রেভসের রোগের চিকিৎসায় আয়োডিন ব্যবহৃত হয়।

উল্ফ-চাকঁফ প্রভাব এক স্বয়ংনিয়ামক প্রভাব (autoregulatory phenomenon) যা থাইরয়েড গ্রন্থির অর্গানিফিকেশন, থাইরয়েডের আবৃত থলিতে থাইরয়েড হরমোনের সৃষ্টি এবং রক্তে এই হরমোনের ক্ষরণ ব্যাহত করে।[৬] এমন হলে রক্তে আয়োডিনের মাত্রা বেশি পাওয়া যায়। অতিমাত্রায় আয়োডিন নাকচ করে থাইরয়েড গ্রন্থিতে অধিক পরিমাণের থাইরয়েড হরমোন সৃষ্টি রোধ করতে এই প্রভাব এক কার্যকরী প্রক্রিয়া। [৭] উল্ফ-চাকঁফ প্রভাব কয়েকদিনও থাকে (প্রায় ১০ দিন)। তারপরে "অপসরণ প্রভাব" (escape phenomenon) দেখা যায়[৮] যেখানে সাধারণভাবে পুনরায় আয়োডিনের অর্গানিফিকেশন এবং থাইরয়েড পারোক্সিডেজের কাজ চলতে থাকে। থাইরয়েড আবৃত থলি কোষে সোডিয়াম-আয়োডিন সিম্পোর্টারের সংখ্যা কমে যাওয়া এবং এর ফলে অজৈব আয়োডিনের মাত্রা কমে যাওয়াকে "অপসরণ প্রভাব"-এর কারণ বলে ভাবা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dorland (২০১১)। Dorland's Illustrated Medical Dictionary। Elsevier Health Sciences। পৃষ্ঠা 2083। আইএসবিএন 9781416062578 
  2. Physiology at MCG 5/5ch5/s5ch5_6
  3. Panneels, V.; Juvenal, G.; Boeynaems, J.M.; Durmont, J.E.; Sande, J. Van (২০০৯)। "Iodide Effects on the Thyroid: Biochemical, Physiological, Pharmacological, and Clinical Effects of Iodide in the Thyroid"। Preedy, Victor R.; Burrow, Gerard N.; Watson, Ronald Ross। Comprehensive Handbook of Iodine: Nutritional, Biochemical, Pathological and Therapeutic Aspects। Academic Press। পৃষ্ঠা 304। আইএসবিএন 9780080920863 
  4. Wolff J, Chaikoff IL (১৯৪৮)। "Plasma inorganic iodide as a homeostatic regulator of thyroid function"J Biol Chem174 (2): 555–564। 
  5. King; Tekoa, Mary Brucker (২০১০)। Pharmacology for Women's Health। Jones & Bartlett Learning। পৃষ্ঠা 549। আইএসবিএন 9780763753290 
  6. Goodman, Louis Sanford; Gilman, Alfred Goodman (১৯৯৬)। Goodman and Gilman's the pharmacological basis of therapeutics (9th সংস্করণ)। McGraw-Hill। পৃষ্ঠা 1402। আইএসবিএন 978-0-07-026266-9 
  7. Markou, K (মে ২০০১)। "Iodine induced hypothyroidism"। Thyroid11 (5): 501–10। ডিওআই:10.1089/105072501300176462পিএমআইডি 11396709 
  8. Eng P, Cardona G, Fang S, Previti M, Alex S, Carrasco N, Chin W, Braverman L (১৯৯৯)। "Escape from the acute Wolff-Chaikoff effect is associated with a decrease in thyroid sodium/iodide symporter messenger ribonucleic acid and protein"। Endocrinology140 (8): 3404–10। ডিওআই:10.1210/en.140.8.3404পিএমআইডি 10433193