উমা ভারাণী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উমা ভারাণী হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি মুলতঃ তামিল এবং মালায়ালাম চলচ্চিত্রে বিশিষ্টভাবে অভিনয় করেন। তিনি সত্তরের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত এই দীর্ঘ সময়ের অবধিতে বিভিন্ন মালয়ালম ও তামিল সিনেমায় অভিনয় করেছেন। সিনেমায় কাজ করার সাথে সাথে তিনি টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন। তিনি এখন তামিল সিনেমা এবং সিরিয়ালের একজন কন্ঠ অভিনয় শিল্পী বা ডাবিং শিল্পী হিসাবে কাজ করছেন। ঊমা ভারানি ছিলেন জনপ্রিয় দক্ষিন ভারতীয় মঞ্চ অভিনেত্রী টি.আর.লতা -এর কন্যা।[১][২] তিনি আনন্দম পরমানন্দম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। হিন্দী জনপ্রিয় টিভি ধারাবাহিক উত্তরন কে তামিল ভাষায় অনুবাদ করে তার নাম দেওয়া হয় সিন্ধু ভৈরবী। এই অনুবাদের সময় উমা ভারানি সিন্ধু ভৈরবী -তে কন্ঠ দিয়েছেন। এই ধারাবাহিক টি রাজ টিভিতে সম্প্রচারিত হত। তিনি সিন্ধু চরিত্রে (ধারাবাহিকের প্রধান চরিত্র) এবং মাহাথি চরিত্রে (সিন্ধুর কন্যা) কণ্ঠ দিয়েছেন।[৩][৪][৫][৬]

অভিনয় জীবন[সম্পাদনা]

তার প্রথম ছবি ছিল মালয়ালম চলচিত্র আনন্দম পরমানন্দম। এই সিনেমাটি ১৯৭৭ সালে মুক্তি পায়। তার অভিনীত কয়েকটি জনপ্রিয় সিনেমা হল, কাজুমারাম(১৯৮২), সন্ধ্যাক্কু ভিরিঞ্জা পুভু(১৯৮৩), বীণা পুভু(১৯৮৩), থাভালাম(১৯৮৩), মৌনারাগাম(১৯৮৩), অষ্টপদী(১৯৮৩), ওরু পেইনকিলিক্কাধা(১৯৮৪), ইথা ইনু মুথাল(১৯৮৪), নান মহান আল্লা(১৯৮৪), ধভানি কানাভুগাল(১৯৮৪), গুরুজি ওরু ভাক্কু(১৯৮৫), টি.পি. বালাগোপালন এম.এ (১৯৮৬), নন্দী বীন্দম ভারিকা(১৯৮৬), পি.সি. ৩৬৯(১৯৮৭), উচি ভেইল(১৯৯০) ইত্যাদি।

কণ্ঠ অভিনয় শিল্পী হিসাবে তিনি অজস্র টিভি ধারাবাহিকে তার কণ্ঠ প্রদান করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Voicing emotions"The Hindu। ২০০৪-০১-২৬। ২৭ ফেব্রুয়ারি ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০ 
  2. "Actress and cinema dubbing artiste, Uma Bharani"। The Hindu। 
  3. "The voices behind the faces" 
  4. "ഉമാ ഭരണി"। m3db.com। 
  5. "Uma Bharani"। msidb.org। 
  6. "The voices behind the faces"The New Indian Express