বিষয়বস্তুতে চলুন

উমরাবতী দেবী যাদব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উমরাবতী দেবী যাদব
সংসদ সদস্য, প্রতিনিধি সভা[১]
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০২২
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তানেপালী
রাজনৈতিক দলনেপাল সোসালিষ্ট পার্টি
অন্যান্য
রাজনৈতিক দল
সিপিএন (মধ্য মাওবাদী)
দাম্পত্য সঙ্গীরমেশ প্রসাদ যাদব
মাতারাধিকা
পিতামহন্ত

উমরাবতী দেবী যাদব একজন নেপালি রাজনীতিবিদ, যিনি নেপাল সোশ্যালিস্ট পার্টির হয়ে কাজ করেন। বর্তমানে তিনি নেপালের ২য় ফেডারেল সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালের নেপালের সাধারণ নির্বাচনে তিনি সিপিএন (মাওবাদী মধ্য) পার্টি-নেপাল সোশ্যালিস্ট পার্টির সম্মিলিত দলীয় তালিকা থেকে মধেসি জনগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধি নির্বাচিত হন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Maoist Center and NSP jointly registered at EC"My República (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৯ 
  2. "Election Commission Nepal" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০২২-১২-২০ 
  3. "CPN (Maoist Centre) picks 14 names as proportional representation lawmakers"। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৩