উনাইজার যুদ্ধ (১৯০৪)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উনাইজার যুদ্ধ
মূল যুদ্ধ: সৌদি-রশিদি যুদ্ধ
তারিখমার্চ, ১৯০৪
অবস্থান
ফলাফল রিয়াদ আমিরাতের বিজয়
বিবাদমান পক্ষ
হাইল আমিরাত নজদ ও হাসা আমিরাত
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
আবদুল আজিজ বিন মিতাব আবদুল আজিজ ইবনে সৌদ
হতাহত ও ক্ষয়ক্ষতি
৩৭০ নিহত[১] ২ নিহত[১]

উনাইজার যুদ্ধ (মার্চ ১৯০৪) সৌদি-রশিদি যুদ্ধের প্রাথমিক পর্যায়ে সংঘটিত হয়। এতে বিজয়ী ইবনে সৌদ উনাইজা দখল করে নেন। এই যুদ্ধে রশিদি পক্ষে ৩৭০ জন ও সৌদি পক্ষে ২ জন নিহত হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]