বিষয়বস্তুতে চলুন

উজি চা উৎসব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উজি সেতু।

উজি চা উৎসব হল জাপানি চা উৎসব। এই উৎসব প্রত্যেক বছরের অক্টোবর মাসের প্রথম রবিবারে পালিত হয়। এই উৎসব উজিবাসা ব্রিজের কাছাকাছি পালিত হয়। উৎসবের মূল উদেশ্য হল ৩ চা মাষ্টারের আত্মার শান্তি কামনা করা শ্রদ্ধা প্রকার করা। এই তিন চা মাষ্টা হলেন: এইসাই সেনজি, ম্যোয়ে সোয়িন, সেননো র্যিকু। এছাড়াও চা সম্পর্কিত অগ্রদূত যারা উজি শিল্পের চা শিল্পের উন্নয়নে অবদান রেখেছে তাদেরও আত্নার শান্তি কামনা ও শ্রদ্ধা প্রকারঠ করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কিয়োটায় স্বাগতম"pref.kyoto.jp। pref.kyoto.jp। ১৭ ফেব্রুয়ারি। ৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি,২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]