উচ্চনতি স্তর (জলবিজ্ঞান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুইডেনের গুলমার্ন ফিয়র্ডের উপরিস্থ জলস্তরের একটি তাপমাত্রার উচ্চনতি স্তরকে দুইটি চন্দ্র জেলিমাছ বিক্ষুব্ধ করছে।

জলবিজ্ঞান ও সংশ্লিষ্ট গবেষণা ক্ষেত্রগুলিতে উচ্চনতি স্তর বলতে কোনও তরলের অভ্যন্তরে একটি অপেক্ষাকৃত সরু, সাধারণত অনুভূমিক একটি স্তরকে বোঝায়, যে স্তরটির ভেতরে (অব্যবহিত উপরের বা নিচের স্তরগুলির তুলনায়) ঐ তরলের কোনও একটি বৈশিষ্ট্য অপেক্ষাকৃত কম উল্লম্ব দূরত্বেই অনেক বেশি পরিমাণে পরিবর্তিত হয়। অন্য ভাষায়, ঐ স্তরে ঐ বৈশিষ্ট্যের নতি (Gradient) উচ্চ হয়। একে ইংরেজিতে "ক্লাইন" (Cline) বলে।

এরকম কিছু নতি হল:

টেমপ্লেট:জলবিজ্ঞান-অসম্পূর্ণ