উগো সিকে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উগো সিকে
ব্যক্তিগত তথ্য
জন্ম (2002-07-09) ৯ জুলাই ২০০২ (বয়স ২১)
জন্ম স্থান মার্শ-অঁ-ফামেন, বেলজিয়াম
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সের্ক্লে ব্রুজ
জার্সি নম্বর ৪১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২৬, ২২ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

উগো সিকে (ফরাসি: Hugo Siquet; জন্ম: ৯ জুলাই ২০০২) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বেলজিয়ামের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বেলজীয় প্রো লিগের ক্লাব সের্ক্লে ব্রুজের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৮ সালে, সিকে বেলজিয়াম অনূর্ধ্ব-১৮ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

উগো সিকে ২০০২ সালের ৯ই জুলাই তারিখে বেলজিয়ামের মার্শ-অঁ-ফামেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

সিকে বেলজিয়াম অনূর্ধ্ব-১৭, বেলজিয়াম অনূর্ধ্ব-১৮ এবং বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ২৭শে সেপ্টেম্বর তারিখে তিনি প্রীতি ম্যাচে অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে ম্যাচে বেলজিয়াম অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১]

তিনি ২০২৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২৩ সালের জুন মাসে প্রকাশিত ২৩ সদস্যের বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://www.transfermarkt.com/hugo-siquet/nationalmannschaft/spieler/578680/verein_id/23219
  2. "National U21 selection – Royal Belgian FA" [জাতীয় অনূর্ধ্ব-২১ নির্বাচন – রয়্যাল বেলজিয়ান এফএ]। rbfa.be (ইংরেজি ভাষায়)। তুবিজ, বেলজিয়াম: রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২৭ এপ্রিল ২০২১। ৩০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩ 
  3. "Belgium U21 - Detailed squad 2023" [বেলজিয়াম অনূর্ধ্ব-২১ – বিস্তারিত দল ২০২৩]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ৩০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]