বিষয়বস্তুতে চলুন

উইলিয়াম ক্রফোর্ড (ট্রেড ইউনিয়নবাদী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৮৮০-এর দশকে ক্রফোর্ড

উইলিয়াম ক্রফোর্ড (১৮৩৩ - ১ জুলাই ১৮৯০) একজন ইংরেজ খনি শ্রমিক, ট্রেড ইউনিয়নবাদী এবং একজন উদার রাজনীতিবিদ ছিলেন।

ক্রফোর্ড কুলারকোটস নর্থম্বারল্যান্ডে জন্মগ্রহণ করেন [১] এবং ১০ বছর বয়স থেকে হার্টলি কয়লা খনিতে কাজ করেন। ১৮৬২ সালে তিনি সক্রিয়ভাবে নর্থম্বারল্যান্ড খনি মালিকদের বার্ষিক নিয়োগের ব্যবস্থা চাপানোর প্রচেষ্টার বিরোধিতা করেন। তিনি ১৮৬৩ সালে ডারহাম মাইনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হন, [২] এবং ডারহাম মাইনার্স গালাতে প্রায়শই বক্তৃতা করেন [৩] তিনি সংক্ষিপ্তভাবে বিচ্ছিন্ন নর্থম্বারল্যান্ড মাইনার্স মিউচুয়াল কনফিডেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন।[৪]

১৮৮৫ সালে ক্রফোর্ড মিড ডারহামের সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৫৭ বছর বয়সে তার মৃত্যুর আগ পর্যন্ত এই আসনটি ধরে রাখেন। ১৮৮৯ থেকে ১৮৯০ সাল পর্যন্ত তিনি মাইনিং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সদস্য ছিলেন। ক্রফোর্ড ডারহামের সম্মানিত বেডে কলেজের প্রধান প্রবর্তক ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।[৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]