উইকিপিডিয়া আলোচনা:বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী/বৃত্তি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বন্ধুরা,

আপনারা নিশ্চই জেনে গেছেন, তাও বলি বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী সন্মেলন কলকাতা দিন পরিবর্তন করা হয়েছে। আমাদের মূল সন্মেলন হবে ০৯ ও ১০ জানুয়ারি ২০১৫ তারিখে। ইতি মধ্যে আপনারা যারা বৃত্তির জন্য আবেদনে সাড়া দিয়েছে, তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একমাস সন্মেলন পিছিয়ে দিলেও বৃত্তির সময় পিছানো সম্ভব হচ্ছে না। কারন ভিসা সংক্রান্ত কিছু সমস্যা সামনে আসায়, আমরা আবেদনের শেষ দিন ২০শে নভেম্বর ২০১৪ রেখে দেওয়া হল। এমনটা শোনা গেছে যে ভিসার আবেদন জমা দেবার দিন পেতে সময় লাগছে, বা অন লাইনে স্যাটাস জানা যাচ্ছে না ইত্যাদি। আপনারা আপনাদের আবেদন এখানে [১] করবেন। ভিসা সংক্রান্ত আরো বিস্তারিত জানতে পারবেন, যারা ইতিপূর্বে ভারতে বিভিন্ন কাজে এসেছেন।

আপনাদের অনুরোধ ওই তারিখের মধ্যে আপনার আবেদন করুন এখানে [২]। যাতে আয়োজক কমিটি আপনাদের কাছে নিমন্ত্রন পত্র ২৫ নভেম্বরের মধ্যে পাঠিয়ে দিতে পারেন, যা আপনাদের ভিসা পেতে সাহায্য করবে। আপনার যদি ১লা ডিসেম্বর ও ভিসার আবেদন করেন , আপনার ১মাসের বেশি সময় পাবেন ভিসার কাজকে এগিয়ে নিয়ে যেতে। ভারতীয় বাংলা উইকিপিডিয়ানদের জন্যও বৃত্তির ব্যবস্থা করা হয়েছে এখানে। [২]


---জয়ন্ত (আলাপ - অবদান) ০৮:৫৪, ১৬ নভেম্বর ২০১৪ (ইউটিসি)

দশম প্রতিষ্ঠাবার্ষিকী-বৃত্তি আমন্ত্রন পত্র ও সিদ্ধান্ত পাওয়ার জন্য[সম্পাদনা]


অনুরোধ[সম্পাদনা]

অনিবার্য কারণ বশত "বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী সন্মেলন কলকাতা" এ নির্দিষ্ট সময়সীমার মধ্যে বৃত্তির আবেদন করতে পারিনি। আজ উইকিপিডিয়ার ফেসবুক পেইজে একটি পোস্ট দেখে জানতে পারলাম আবেদনের সময়সীমা শেষ। তারপরও বিশেষ বিবেচনায় বৃত্তি প্রদান (বলা উচিৎ স্বমনোনায়ন প্রদান সম্ভব হলে) সম্ভব হলে বিবেচনা করে দেখার জন্য অনুরোধ রইলো। :) Engr.Rafi (আলাপ) ১৯:৪৫, ২২ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]