বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:কীবোর্ড শর্টকাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উইকিপিডিয়া:Keyboard shortcuts থেকে পুনর্নির্দেশিত)

Monobook স্কীনটি উইকিপিডিয়ায় ডিফল্ট থিম হিসাবে দেয়া থাকে। এই থিমটি চালু থাকলে বেশ কিছু কীবোর্ড সর্টকাট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এসকল কীবোর্ড সর্টকাট ব্যবহার করে উইকিপিডিয়ার বিভিন্ন বৈশিষ্ট দ্রুত এবং সরাসরি পরিভ্রমনের সুযোগ পাওয়া যাবে।


আপনা র ওয়েব ব্রাউজারের উপর ভিত্তি করে কীবোর্ড সর্টকাটসমূহ কিছুটা ভিন্ন উপায়ে ব্যবহার করতে হবে।

আরও বিস্তারিত জানতে দেখুন অ্যাকসেস কী নিবন্ধটি।

অ্যাকসেস কী কমান্ড বর্ণনা
+ নতুন আলোচনা শুরু করা একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করা যাবে (শুধুমাত্র আলোচনা পাতায়)
. (period) আমার ব্যবহারকারী পাতা আপনার ব্যবহারকারী পাতা ওপেন হবে (শুধুমাত্র লগইন করা ব্যবহারকারীদের ক্ষেত্রে কার্যকরী)
, (কমা) সম্পদানা উইন্ডো সম্পাদনা পাতায় সরাসরি সম্পাদনা উইন্ডোতে চলে যাওয়া যাবে
= সুরক্ষা ওপেন করা নিবন্ধতি সুরক্ষিত করা যাবে (উইকিপিডিয়ার উইকিপিডিয়া:প্রশাসকবৃন্দ ব্যবহার করতে পারবেন)
অরক্ষিত বর্তমান পাতাটি অরক্ষিত হিসাবে রেখে দেয়া যাবে (শুধুমাত্র প্রশাসকবৃন্দ ব্যবহার করতে পারবেন)
c বর্তমান পাতা বর্তমান পৃষ্ঠার সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের তালিকা দেখানো হবে
d মুছে ফেলা বর্তমান পাতাটি মুছে ফেলা যাবে (শুধুমাত্র প্রশাসকবৃন্দ ব্যবহার করতে পারবেন)
ফিরিয়ে আনা মুছে ফেলা পাতা ফিরিয়ে আনা যাবে (শুধুমাত্র প্রশাসকবৃন্দ ব্যবহার করতে পারবেন)
e সম্পাদনা করা বর্তমান পাতাটি সম্পাদনা করা যাবে (সুরক্ষিত নয় এমন পাতা সমূহ অথবা প্রশাসকবৃন্দ)
উৎস দেখা বর্তামান পাতাটির উৎস দেখা যাবে (সুরক্ষিত পাতাসমূহ)
f অনুসন্ধান উইকিপিডিয়ায় অনুসন্ধান করা যাবে
h ইতিহাস বর্তমান পাতাটির সম্পাদনা ইতিহাস দেখা যাবে
i অনুল্লেখ্য সম্পাদনা "অনুল্লেখ্য সম্পাদনা" অপশনটির পাশে টিক চিহ্ন দেয়া হবে (সম্পাদনা পাতায় কার্যকরী)
j সংযোগসমূহ দেখা যাবে বর্তমান পাতাটির সাথে যুক্ত সকল পাতার সংযোগসমূহ দেখা যাবে
k পাতা সম্পর্কিত পরিবর্তন সমূহ বর্তমান পাতাটির সাম্প্রতিক পরিবর্তন সমূহ দেখানো হবে
l আমার নজরতালিকা নজরতালিকা দেখানো হবে (লগইন করা ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য)
m সরিয়ে ফেলুন বর্তমান পাতাটি অন্য নতুন ঠিকানায় সরিয়ে ফেলা যাবে (সরিয়ে ফেলার অনুমতি রয়েছে এমন পাতাসমূহের ক্ষত্রে কার্ষকর)
n আমার আলাপ ব্যবহারকারীর আলাপ পাতা ওপেন হবে (লগইন করা ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য)
p প্রিভিউ আপনার সরিবর্তনসমূহের প্রিভিউ দেখানো হবে (সম্পাদনা পাতায়)
প্রিন্ট উপযোগী সংস্করণ বর্তমান পাতাটির প্রিন্ট উপযোগী সংস্করণটি দেখানো হবে (সম্পাদনা পাতা ব্যাতিত অন্যান্য পাতা সমূহে কার্যকর)
q বিশেষ পাতা বিশেষ পাতা সমূহের তালিকা ওপেন হবে
r সাম্প্রতিক পরিবর্তনসমূহ উইকিপিডিয়ার সাম্প্রতিক পরিবর্তনসমূহ দেখানো হবে
s সংরক্ষণ বর্তমান পরিবর্তনসমূহ সংরক্ষন করা হবে (সম্পাদনা পাতায় কার্যকরী)
t আলোচনা বর্তমান নিবন্ধের আলোচনা পাতা ওপেন হবে
u আপলোড ছবি বা অন্যান্য মিডিয়া ফাইল আপলোড করা যাবে
v বর্তমান সংশোধন আপনার লেখা বিষয়বস্তু চিহ্নিত করে দেখানো হবে (সম্পাদনা পাতায় কার্যকরী)
w নজরতালিকা বর্তমান পাতাটি নজর তালিকায় যুক্ত করা হবে (লগইন করা ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য)
নজরতালিকা "নজরে রাখুন" বক্সের পাশে টিক চিহ্ন দেয়া হবে (সম্পাদনা পাতায় কার্যকরী)
x অজানা যে কোন পৃষ্ঠা অনির্ধারিত যেকোন পাতা খুলুন
y আমার অবদান আমার অবদানের পরিসংখ্যান পাতা ওপেন হবে (লগইন করা ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য)
z প্রধান পাতা উইকিপিডিয়ার প্রধান পাতা দেখা যাবে

অ্যাকসেস কী সমূহ প্রদর্শন করা

[সম্পাদনা]

নিচের কোডটি আপনার ব্যবহৃত CSS ফাইলে (উদাহারণ, User:Example/monobook.css) যুক্ত করা হলে অ্যাকসেস কী কার্যকরী লিংকসমূহে অ্যাকসেস কী সমূহ দেখানো হবে।

তবে এটি ইন্টারনেট এক্সপ্লোরার এ দেখা যাবে না । কারণ সেখানে :before CSS কোডটি অকার্যকর করা থাকে।

a[accesskey]:before  {
     content: " " attr(accesskey) " ";
    text-transform:  uppercase;
    white-space: pre;
    border:  thin solid;
    font-family: sans-serif;
    text-decoration:  underline overline;
    margin-right: 0.5ex;
}

অ্যাকসেস কী পরিবর্তন এবং অকার্যকর করা

[সম্পাদনা]
removeAccessKeys স্ক্রীপ্টের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে অ্যাকসেস কী পরিবর্তন করা যায়।

d, e, f এবং o অ্যাকসেস কী সমূহ ব্যবহার করার সময় কখনো কখনো সমস্যা হতে পারে।

Mediawiki সফটওয়্যারটি উইকিপিডিয়ার কিছু সর্টকাট কী ব্যবহারে অসুবিধা সৃষ্টি করে থাকে। অ্যাকসেস কী সমূহ নিষ্ক্রীয় অথবা পরিবর্তন করতে চাইলে ডিফল্ট Monobook.js ফাইলটি সঠিভাবে সম্পাদনা করে আপনার ব্যাবহারকারী আ্যাকাউন্টে বর্ধিত ফাইল হিসাবে যুক্ত করতে হবে

মূল ফাইল থেকে সরাসরি কপি করে সহজেই আপনি নিজের অ্যাকাউন্সটে এটি যুক্ত করতে পারবেন। পরিবর্তনের পর সংরক্ষন করা হলে সেটি কার্যকরী হবে । তবে মনে রাখুন অ্যাকসেস কী সমূহ কেস সেনসেটিভ।

Look for something like:

ta['ca-nstab-main'] = new  Array('7',"View the content page"); /*change*/
ta['ca-delete'] = new  Array(,"Delete this page"); /*delete*/

in an up-to-date user's program statements.


আরও দেখুন

[সম্পাদনা]