উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ/ভূমিকা
অবয়ব
বাংলা উইকিপিডিয়ায় এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনে আয়োজিত বিশেষ এডিটাথন
আয়োজক: উইকিমিডিয়া বাংলাদেশ ইমেইল: info-bnwikimedia.org সামাজিক যোগাযোগ:
হ্যাশট্যাগ: #লক্ষ্য_এবার_লক্ষ
হ্যাশট্যাগ: #লক্ষ্য_এবার_লক্ষ
নিয়মাবলী |
---|
১. এই তালিকা থেকে আপনার পছন্দমতো একটি নিবন্ধ বেছে নিন ও পাতাটিতে কাজ করা শুরু করুন। তালিকাতে নেই কিন্তু আপনি লিখতে আগ্রহী এমন নিবন্ধ যুক্ত করতে এখানে প্রস্তাব দিন। |
২. তথ্যছক, চিত্র প্রভৃতি বাদে মূল নিবন্ধ ন্যূনতম ৩০০ শব্দ এবং ৬ হাজার বাইটের হতে হবে। ব্যতিক্রমী ক্ষেত্রে আয়োজক দলের সদস্যগণ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। |
৩. কিন্তু, মনে রাখতে হবে: যা লিখবেন তা যেন বোধগম্য হয়। পাঠক যেন উক্ত লেখা পড়ে অর্থ বুঝতে পারেন। অর্থাৎ, কোন প্রকার যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়। |
৪. যে নিবন্ধটির অনুবাদ শুরু করবেন, সেটি সম্পূর্ণরূপে অনুবাদ করার চেষ্টা করবেন। নিবন্ধ শুরুর পর {{কাজ চলছে/লক্ষ্য এবার লক্ষ}} টেমপ্লেটটি যোগ করতে পারেন এবং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তা রাখতে পারেন।
|
৫. একই সাথে তিনটির অধিক নিবন্ধ তৈরি বা সম্প্রসারণের জন্য সংরক্ষণ করে রাখবেন না। |
৬. সম্প্রসারণের জন্য সংরক্ষিত ছোট নিবন্ধে তিন দিন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সম্পাদনা না করলে তা অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। |
৭. প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন। |
পুরস্কার
|
---|
|
|
|
সাধারণ পরামর্শ |
এডিটাথন বিষয়ক আরও কিছু মন্তব্য ও পরামর্শ:
|