উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ/অপারেশন সালতামামি
অবয়ব
প্রধান পাতা | আলোচনা | যোগদান | পর্ষদ | মেইলিং লিস্ট | পরিক্রমা | টেমপ্লেটসমূহ | পদকসমূহ | সহপ্রকল্প |
অপারেশন সালতামামি | নির্বাচিত নিবন্ধ | রসনিমা দ্বৈরথ | হল অব ফেম |
রসনিমা অপারেশন সালতামামি হলো বিশেষ ধরনের নিবন্ধ মানোন্নয়ন অভিযান। রসনিমা কর্তৃক ইতোমধ্যে মানোন্নয়নকৃত নিবন্ধগুলোকে হালনাগাদ রাখার জন্য এই বার্ষিক কার্যক্রমের আয়োজন করা হয়। কার্যক্রমটি সংঘের “ফিরে দেখা” বৈশিষ্ট্যের অন্যতম বহিঃপ্রকাশ হিসেবে প্রতি বৎসরান্তে আয়োজিত হয়।
আয়োজনে এই বিষয়শ্রেণী থেকে যেকোনো নিবন্ধ বাছাই করে অংশগ্রহণ করতে পারেন।
- অপারেশন সালতামামি ১.০ (পদক) — ডিসেম্বর ২০২১ (চলমান)