উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/CivilServantBot

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

CivilServantBot[সম্পাদনা]

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  • নাম: CivilServantBot
  • পরিচালক: Epenn-cs
  • কাজ: নবাগতদের আলাপ পাতায় বার্তা প্রদান করা
  • প্রোগ্রামিং ভাষা: পাইথন
  • সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
  • সম্পাদনার হার: আমরা ধারণা করছি, প্রতি মাসে প্রায় ১০০টি বার্তা
  • বিস্তারিত: এই বটটি নবাগতদের আলাপ পাতায় নবাগতদের জন্য বিশেষ গবেষণার অংশ হিসেবে বার্তা প্রদান করবে।

-- Juliakamin(cs) (আলাপ) ১৫:৪৪, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে। প্রথম পর্যায়ে ১ বছরের জন্য পতাকা অনুমোদিত হয়েছে। পরবর্তীতে এই কাজের জন্য আরও বাড়ানোর প্রয়োজন হলে যে-কোনো ব্যুরোক্র্যাটকে অনুরোধ করলেই হবে। ধন্যবাদ। — তানভির১০:১৮, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
 Done. Flag granted for a year now. If project continues, please ask a bureaucrat for further extension. Thanks.

আলোচনা[সম্পাদনা]

আফতাব ভাই, আমাদের নবাগতদের জন্য বিশেষ গবেষণার কাজ শুরু করতে এই বটের অনুমোদন পাওয়া জরুরি। দয়া করে দ্রুত ব্যবস্থা করবেন। ধন্যবাদ। -- Nasrin (আলাপ) ১৮:৫৫, ১২ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান এবং S Shamima Nasrin: বটটির কি নির্দিষ্ট কোনো সময়ের জন্য অনুমোদনের প্রয়োজন? অর্থাৎ, প্রকল্প চলবে ধরুন ১ বছরের জন্য, তাই বটের কার্যক্রমের অনুমোদনও থাকবে ১ বছরের জন্য -এ রকম আর কী। — তানভির০৯:৫৯, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Wikitanvir: ভাইয়া, ঠিকই ধরেছেন। আনুমানিক আগামী ৫/৬ মাস গবেষণাটি চলবে, ততদিনই কেবল বটটির প্রয়োজন হবে। — অংকন (আলাপ) ১০:০৬, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]