উইকিপিডিয়া:পিতৃহীন নিবন্ধে পিতৃদান এডিটাথন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ এডিটাথন

উইকিনিবন্ধে পিতৃদান

সময়সীমা: ২৬ মার্চ, ২০২১ - ২৬ মে, ২০২১
অনাথ/পিতৃহীন নিবন্ধ কী?
উইকিপিডিয়ার পরিভাষায় যেসকল নিবন্ধে অন্য কোন নিবন্ধ থেকে কোন প্রকার (ইনকামিং) উইকিসংযোগ নেই সেসকল নিবন্ধকেই অনাথ নিবন্ধ বলা হয়। পরিষ্কার করে বললে অন্য কোন পাতায় এই পাতার নামটি [[]] ট্যাগের মধ্যে নেই। পিতৃহীন নিবন্ধে পিতৃদান বলতে এরকম নিবন্ধের সাথে অন্য নিবন্ধে সংযোগ তৈরি করার কাজকেই বুঝানো হচ্ছে। এটি এই কারণে গুরুত্বপূর্ণ যে- পিতৃহীন নিবন্ধগুলোতে যেহেতু অন্যান্য পৃষ্ঠা থেকে কোনও সংযোগ নেই তাই সেগুলো খুঁজে পাওয়া কঠিন, এবং সম্ভবত কেবল অনুসন্ধান ছাড়া এদের খুঁজে পাওয়া না যাওয়ার কারণে খুব কম লোকই জানেন যে নিবন্ধগুলোর অস্তিত্ব রয়েছে। ফলে যেসকল ব্যবহারকারী এগুলোর মানোন্নয়ন করতে সক্ষম তাদের কাছ এসব নিবন্ধ কম সাড়া পায়।

তাই আমাদের এই এডিটাথনের মূল উদ্দেশ্য হল উইকিপিডিয়ায় এসব পাতাগুলো পারস্পরিক সংযোগ স্থাপনের মাধ্যমে সবার নজরে আনা যাতে এসব পাতা সম্প্রসারণ, পঠন, খুঁজে পাওয়া ও সম্পাদনার কাজ সহজ হয়।

কিভাবে পিতৃদান করবেন
১. এই তালিকা থেকে যেকোন একটি পাতা নির্বাচন করুন
২. এখানে গিয়ে নিবন্ধের নামটি লিখে অনুসন্ধান করুন (বা উইকির সাধারণ অনুসন্ধানও ব্যবহার করতে পারেন)
৩. সম্পর্কিত নিবন্ধ খুঁজে পেলে সেসব নিবন্ধ থেকে সংযোগ তৈরি করুন
৪. নিবন্ধ থেকে অনাথ ট্যাগটি মুছে দিন। মুছার সময় সম্পাদনা সারাংশে পিতৃদানের কথাটি উল্লেখ করুন।
৫. যদি কোন নিবন্ধ খুঁজে না পান তবে আগের ট্যাগটি {{Orphan|ATT}} ট্যাগ দিয়ে প্রতিস্থাপিত করুন।
৬. যে পাতাটিতে পিতৃদান করেছেন এখানে গিয়ে সে পাতার নামটি লিখে সংরক্ষণ করুন।
পুরস্কার
  • এডিটাথনের সেরা তিন অবদানকারীকে অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে।
  • এছাড়া, এডিটাথনে অবদান রেখেছেন এমন সকল অবদানকারীকে উইকিপদক দেওয়া হবে।
লক্ষ্যণীয়
* যেকোন লগ-ইনকৃত/প্রবেশরত অ্যাকাউন্ট থেকে এই এডিটাথনে অংশ নেওয়া যাবে।
  • আমাদের এই এডিটাথনের লক্ষ্য হলো বাংলা উইকিপিডিয়ায় পিতৃহীন পাতাগুলোতে পিতৃদান করে সবার নজরে আনা যাতে এসব পাতা সম্প্রসারণ, পঠন, খুঁজে পাওয়া ও সম্পাদনার কাজ সহজ হয়।
  • এডিটাথনটি ২৬শে মার্চ, ২০২১ থেকে আগামী ২৬শে মে, ২০২১ পর্যন্ত চলমান থাকবে।

এই এডিটাথন মূলত স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজিত, এবং আয়োজকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে এডিটাথনের যেকোন নিয়ম পরিবর্তন বা বাতিল বা পুরো এডিটাথনটিই বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। আয়োজক হিসেবে প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন ধরনের বিতর্ক বা দ্বন্দ্ব নিরসনে ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং এই পাতার নিয়ম বা অন্য কোন কিছু কোন সংস্থার সাথেই আইনত সম্পর্ক তৈরি করার কোন প্রস্তাব নয়।