উইকিপিডিয়া:টিশার্টের প্রস্তাবনা/শীর্ষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা উইকিপিডিয়ার টিশার্টের প্রস্তাবনা পাতায় স্বাগতম

বাংলা উইকিপিডিয়া অবদানকারীদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে উইকিমিডিয়া বাংলাদেশ এই প্রকল্পটি পরীক্ষামূলকভাবে শুরু করছে। অনেক অবদানকারী দীর্ঘ সময় ধরে কোন স্বীকৃতি ছাড়াই স্বতন্ত্রভাবে নিয়মিত নীরবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রেখে চলছেন। অবদানকারীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনি এই প্রকল্পের মাধ্যমে তাঁকে একটি উইকিপিডিয়া টিশার্ট প্রদানের প্রস্তাব করতে পারেন।

কাউকে মনোনীত করার শর্তসমূহ
  • বাংলা উইকিপিডিয়ায় অবদানকারীর অ্যাকাউন্টের বয়স কমপক্ষে ৬ মাস, গত এক মাসে সক্রিয়, ৫০+ মান সম্পন্ন নিবন্ধ, ১০০০+ সম্পাদনা থাকতে হবে।
  • যে কেউ মনোনয়ন দিতে পারবেন, তবে নিজের মনোনয়ন নিজে দেওয়া যাবে না।
  • একজন ব্যবহারকারী শুধুমাত্র একবারই টিশার্ট পেতে পারেন।
  • এই প্রকল্পটি পারস্পারিক সহযোগিতা ও কৃতজ্ঞতা জানানোর জন্যই শুধু চালু করা হয়েছে। ডাকযোগে টিশার্ট পাঠানোর সময় ও প্রক্রিয়া উইকিমিডিয়া বাংলাদেশের ভাণ্ডারে এর প্রাপ্যতার উপর নির্ভর করে।
  • এবং মনোনয়নের কারণ লেখার সময় দয়া করে যাকে মনোনয়ন দিবেন তাঁর বাংলা উইকিপিডিয়াতে করা ভালো অবদানগুলোও কিছুটা উল্লেখ করে দেওয়া উচিত। মোটের উপর, অবদানকারীকে কৃতজ্ঞতা প্রকাশই যেহেতু এই প্রকল্পের উদ্দেশ্য।
  • মনোনয়নের পর মনোনীত অবদানকারীর আলাপ পাতায় {{subst:উইকিপিডিয়া:টিশার্টের প্রস্তাবনা/বিজ্ঞপ্তি}} টেমপ্লেট ব্যবহার করে মনোনয়নের ব্যাপারে অবহিত করুন।