উইকিপিডিয়া:জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন, ২০২৪/ভূমিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা উইকিপিডিয়াতে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নিবন্ধের মানোন্নয়ন
জাতীয় সংসদ ভবন
Colored dice with white background
সংসদ ভবনের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়াতে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নিবন্ধ তৈরি ও মানোন্নয়ন করাই এই এডিটাথনের প্রধান উদ্দেশ্য। ৭ জানুয়ারি নির্বাচনের পর নতুন যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদের সবার নিবন্ধ যাতে বাংলা উইকিপিডিয়াতে থাকে সেটি নিশ্চিত করাও এই এডিটাথনের অন্যতম লক্ষ্য।

  • এই এডিটাথন ৭ জানুয়ারি ২০২৪ তারিখ ফলাফল ঘোষণার পর থেকে থেকে ১৩ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে।

যা নিয়ে লেখা যাবে[সম্পাদনা]

  • অতীতে অনুষ্ঠিত বা বর্তমান জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত যেকোন নিবন্ধ তৈরি বা মানোন্নয়ন করতে পারেন।
  • বাংলাদেশের প্রথম থেকে দ্বাদশ নির্বাচন পর্যন্ত বিজয়ী যেকোন জাতীয় সংসদ সদস্য নিয়ে নিবন্ধ তৈরি করতে পারেন। যে নিবন্ধগুলো ইতিমধ্যে আছে সেগুলোর মানোন্নয়ন করতে পারেন।
  • যার যার জেলায় প্রথম নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত যারা সংসদ সদস্য ছিলেন তাদেরটা দিয়ে শুরু করতে পারেন। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকার তালিকাতে প্রতিটি নির্বাচনী আসনের নিবন্ধে যারা যারা উক্ত আসনে সংসদ সদস্য ছিলেন তাদের নাম আছে। সেখান থেকে যেগুলোর নিবন্ধ নেই সেগুলো তৈরি বা যে নিবন্ধ আছে সেগুলো সমৃদ্ধ করতে পারেন।
  • বর্তমানে যারা সংসদ সদস্য আছেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাবেন তাদের নিবন্ধ হালনাগাদ করতে পারেন।

নিয়মাবলি[সম্পাদনা]

  1. অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরি করবেন না। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে কমপক্ষে তিন/চার অনুচ্ছেদ যুক্ত করুন। নতুন নিবন্ধ তৈরির সময় দেখে নিন পূর্বেই নিবন্ধটি কিছুটা ভিন্ন বানানে বাংলা উইকিপিডিয়াতে আছে কিনা। সংসদের মেয়াদ অনুযায়ী আপনি যে জাতীয় সংসদ সদস্যের নিবন্ধটি তৈরি করতে আগ্রহী তা পূর্বেই তৈরি করা হয়েছে কিনা তা জানতে: এখানে দেখুন
  2. তথ্যসূত্রহীন নিবন্ধ তৈরি করবেন না। সংসদ সদস্য, নির্বাচনী আসন ও সর্বপোরি নির্বাচন সংক্রান্ত কিছু নির্ভরযোগ্য তথ্যসূত্রের একটি তালিকা আলাপ পাতায় পাবেন। এগুলো নিবন্ধে ব্যবহার করতে পারেন।
  3. কোনক্রমেই অন্য ওয়েবসাইটের লেখা সরাসরি কপি করে যুক্ত করা যাবে না।
  4. নিবন্ধ তৈরি বা সমৃদ্ধির পর নিচের নির্দিষ্ট অনুচ্ছেদে যুক্ত করতে পারেন এবং সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতায় {{উইকিপিডিয়া:জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন, ২০২৪/আলাপ পাতা}} টেমপ্লেটটি যুক্ত করুন।
  5. এই এডিটাথনে যারা অংশগ্রহণ করে নিবন্ধ সৃষ্টি করেছেন, তারা নিজেদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী/জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন অবদানকারী, ২০২৪}} টেমপ্লেটটি যোগ করতে পারেন।