উইকিপিডিয়া:উইকিপিডিয়া অভিযান/৪/নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি/১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৩...২...১...মহাজাগতিক চ্যালেঞ্জ!

কাছাকাছি! কিন্তু একদম সঠিক বলা যাবে না!

আমরা উৎসগুলো থেকে বেশ ভালো রকম তথ্যই যোগ করতে চাই; কিন্তু উৎসের নির্ভরযোগ্যতার ওপর আমরা বেশি জোর দিই। একবার নির্ভরযোগ্য উৎস নির্ধারণের পর, আমরা পক্ষপাত ছাড়া উৎসের তথ্যগুলোর সারাংশ নিবন্ধে লিখে থাকি। যে তথ্যগুলো নির্ভরযোগ্য উৎসগুলোতে বারবার আসে, সেই তথ্যগুলোতে আমরা আরও বেশি জোর দিই। আর যখন এই উৎসগুলোর তথ্য সাংঘর্ষিক হয়, তখন কোনো পক্ষ নেওয়া ছাড়াই দুইটি বিরোধপূর্ণ তথ্যই নিবন্ধে উল্লেখ করি, যাতে নিরপেক্ষতা বজায় থাকে।


আবার চেষ্টা করুন