ঈশান চন্দ্র মাণিক্য
অবয়ব
H.R.H. মহারাজা ঈশান চন্দ্র মাণিক্য দেববর্মা | |
---|---|
ত্রিপুরার রাজা | |
রাজত্ব | ১৮৪৯-১৮৬২ |
পূর্বসূরি | কৃষ্ণ কিশোর মাণিক্য |
উত্তরসুরী | বীর চন্দ্র মাণিক্য |
রাজবংশ | মাণিক্য রাজবংশ |
ধর্ম | হিন্দু |
মাণিক্য রাজবংশের মহারাজা ঈশান চন্দ্র মাণিক্য ১৮৪৯ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ত্রিপুরার রাজা ছিলেন [১] [২]
জীবনী
[সম্পাদনা]তিনি ছিলেন কৃষ্ণ কিশোর মাণিক্যের পুত্র। তার পুত্র নবদ্বীপচন্দ্র দেব বর্মণ ছিলেন একজন বিখ্যাত সেতারবাদক এবং ধ্রুপদ গায়ক এবং সুরকার এস. ডি. বর্মণের পিতা ও আরেক সুরকার আর. ডি. বর্মণের দাদা। এভাবে তিনি বিখ্যাত বলিউড সুরকার আর. ডি. বর্মণের প্রপিতামহ।
তিনি তিনজন মণিপুরী রানীকে বিয়ে করেছিলেন যারা রাজকীয় বংশোদ্ভূত ছিলেন না।[১] তারা হলেন মৈরাংথেমের মুক্তাবলি, কিশামের চানু যতিশ্বরী এবং খুমানথেমের চন্দ্রেশ্বরী। ১৮৬২ সালে তার মৃত্যুর পর, তার নিজের পুত্রদের পরিবর্তে তার ভাই বীর চন্দ্র মাণিক্য সিংহাসনে আরোহণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Sanajaoba, Naorem, ed. Manipur, Past and Present: The Heritage and Ordeals of a Civilization. Vol. 4. Mittal Publications, 1988.
- ↑ Kingdom of Tripura - University of Queensland