আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
আইওইউ | |
নীতিবাক্য | শিক্ষার মাধ্যমে জাতির পরিবর্তন |
---|---|
ধরন | অনলাইন ও দূর শিক্ষা |
স্থাপিত | ২০০১ |
আচার্য | বিলাল ফিলিপস |
ওয়েবসাইট | iou |
আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (আইওইউ) হল একটি অনলাইনভিত্তিক দূরশিক্ষণ প্রতিষ্ঠান। ইসলামি বক্তা বিলাল ফিলিপস ২০০১ সালে এটি প্রতিষ্ঠা করেন।[১][২] এতে বিনামূল্যের শিক্ষাদানের ব্যবস্থা রাখা হয়েছে।[২] প্রতিষ্ঠানটি সালাফি মতাদর্শ ধারণ করে।[১] এটির সদরদপ্তর গাম্বিয়ার কানিফিংয়ে অবস্থিত।
সিয়েরা লিওন বিশ্ববিদ্যালয়ের আচার্য আর্নেস্ট বাই কোরোমা আইওইউ-এর মত ইসলামি প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়েছেন।[৩]
ইতিহাস
[সম্পাদনা]এটি ২০০১ সালে ইসলামি অনলাইন বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়। পরে কারিগরি ত্রুটি জন্য এর কার্যক্রম বন্ধ করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] ২০০৭ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটি পুনরায় চালু হয়। ২০২০ সালের ১৩ জানুয়ারি, আইওইউ-এর অফিসিয়াল ফেসবুক পাতার মাধ্যমে ঘোষণা করে জানানো হয় যে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Marloes Janson, Islam, Youth and Modernity in the Gambia: The Tablighi Jama'at, p 251. আইএসবিএন ১১০৭০৪০৫৭৪
- ↑ ক খ "Niger State Government Pays Islamic Online University BA Fees for 35 Students"। The Niger Times। ২০১৪-০৩-২১। ২০১৫-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২০।
- ↑ "Chancellor of IOU meets Chancellor of USL | Sierra Express Media"। Sierraexpressmedia.com। ২০১৪-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২০।