ইলম দেরাইয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইলম দেরাইয়া বা হাদিস শাস্ত্রের বর্ণনা বিষয়ে একটি বিদ্যা। এটি হাদীসের একটি বিদ্যা যা থেকে হাদিসের বর্ণনার বাস্তবতা এবং এর শর্ত, প্রকার, বিধান এবং বর্ণনাকারীদের অবস্থা ও শর্তাবলী, বর্ণনার প্রকারভেদ, তাদের সাথে সম্পর্কিত বিষয়গুলি জানা যায়।" হাদিস শাস্ত্রের অন্য একটি বিভাগ হল হাদিস বর্ণনার নিয়মনীতি[১]

“ রেওয়াইয়া বা হাদিস বর্ণনার ক্ষেত্রে বাস্তবতা হল সুন্নাহ কে বর্ণনা করার ক্ষেত্রে এবং সনদ বর্ণনার ক্ষেত্রে হাদিস, ইতিহাস ও অন্যান্য ক্ষেত্রে প্রকৃত বিষয় তুলে ধরা। এর শর্তাবলী: এর বর্ণনাকারী যা বর্ণনা করেন তা এক ধরনের বর্ণনা অন্তর্ভুক্ত করে। যেমন শ্রবণ, উপস্থাপনা, অনুমতি ইত্যাদি। এভাবে ইত্তেসাল ও ইনকেতা বিধান, তা গ্রহণ-বর্জন, ন্যায়পরায়নতা, ইলমু জরাহ ও তাদিল ও এর শর্ত, যেমন আল-মুজাম আল-কাবীর, আল-আজজা এবং অন্যান্য গ্রন্থ। এবং তাদের সাথে যা সম্পর্কিত: তা হল এর পরিভাষা জানা। ইলমু দেরাইয়ার গ্রন্থগুলোর মধ্যে ইমাম ইবনে আল -সালাহ কর্তৃক মুকাদ্দমা ইবনুল সালাহর। তিনি মৃত্যুবরণ করেছেন: ৬৪৩ হিজরি।

আরো দেখুন[সম্পাদনা]

আধুনিক পরিভাষা

তথ্যসূত্র[সম্পাদনা]