ইয়ারো ডেপে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়ারো ডেপে
ব্যক্তিগত তথ্য
জন্ম (1948-04-10) ১০ এপ্রিল ১৯৪৮ (বয়স ৭৫)
জন্ম স্থান ব্রাউনশভাইগ, জার্মানি
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
যুব পর্যায়
সুড ব্রাউনশভাইগ
0000–১৯৬৭ আইন্ট্রাখট ব্রাউনশভাইগ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৬৭–১৯৭৬ আইন্ট্রাখট ব্রাউনশভাইগ ৭৯ (২৮)
মোট ৭৯ (২৮)
জাতীয় দল
১৯৬৬ পশ্চিম জার্মানি অনূর্ধ্ব-১৮ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ইয়ারো ডেপে (ইংরেজি: Jaro Deppe; জন্ম: ১০ এপ্রিল ১৯৪৮) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়[১] তিনি তার খেলোয়াড়ি জীবনের প্রায় পুরোটা সময় আইন্ট্রাখট ব্রাউনশভাইগের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

জার্মান ফুটবল ক্লাব সুড ব্রাউনশভাইগের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ডেপে ফুটবল জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে আইন্ট্রাখট ব্রাউনশভাইগের হয়ে খেলার মাধ্যমে ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ১৯৬৭–৬৮ মৌসুমে, আইন্ট্রাখট ব্রাউনশভাইগের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। আইন্ট্রাখট ব্রাউনশভাইগ হয়ে তিনি ৭৯ ম্যাচে ২৮টি গোল করেছেন। এই ক্লাবের হয়ে ৮ মৌসুম অতিবাহিত করার পর তিনি অবসর গ্রহণ করেছেন।[২]

১৯৬৬ সালে, ডেপে পশ্চিম জার্মানি অনূর্ধ্ব-১৮-এর হয়ে বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন, যেখানে তিনি মাত্র ১টি ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jaro Deppe" (German ভাষায়)। kicker.de। সংগ্রহের তারিখ ১১ মে ২০১২ 
  2. Bläsig, Horst; Leppert, Alex (২০১০)। Ein Roter Löwe auf der Brust - Die Geschichte von Eintracht Braunschweig (German ভাষায়)। Die Werkstatt। পৃষ্ঠা 368। 

বহিঃসংযোগ[সম্পাদনা]