ইমরাম বিন মোহামেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইমরাম বিন মোহামেদ (জন্ম ২২ জুন ১৯৪৪) তিনি আগে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিনিয়র ম্যানেজার এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের চিফ ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন, সেখানে তিনি ৪২ বছর ধরে কাজ করেছেন। তিনি মুসলিম পেশাদারদের সমিতির প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন,[১] যার তিনি প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

তিনি সিঙ্গাপুরের ৮ম সংসদের মনোনীত সংসদ সদস্য ছিলেন। [২] পরে, সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে তাকে পিস অব জাস্টিস পাবলিক পদ দেওয়া হয়েছিল।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি সিঙ্গাপুরের ২০১১ সালের সংসদীয় নির্বাচনে মালয় সম্প্রদায় কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন,[৩] ২০১৫ সালের সংসদীয় নির্বাচনে মালয় সম্প্রদায় কমিটির সভাপতি ছিলেন[তথ্যসূত্র প্রয়োজন], এবং আবারও ২০১৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মালয় সম্প্রদায়ের উপ-কমিটির সভাপতি ছিলেন। [৪]

[ উদ্ধৃতি প্রয়োজন ]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. About us[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]. Association of Muslim Professionals. Retrieved on 2007-11-18.
  2. "EveryPolitician: Singapore - Parliament - 8th Parliament"EveryPolitician। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১৬ 
  3. "Singapore Government Statement – General Election" (পিডিএফ)। ১৯ এপ্রিল ২০১১। ৩০ জুলাই ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৭ 
  4. "Panel to assess eligibility of Malay EP candidates unveiled"। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১৬