ইভা কওক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইভা লি কওক (জন্ম আনু. ১৯৪২) একজন মালয়েশিয়ায় জন্মগ্রহণকারী কানাডীয় ব্যবসায়িক নির্বাহী এবং বিনিয়োগকারী। তিনি বর্তমানে ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডায় অবস্থান করছেন। তিনি তার প্রথম জীবন পেনাংয়ে কাটিয়েছেন, যেখানে তিনি সেন্ট জর্জ গার্লস স্কুলে পড়াশোনা করেছেন।[১]

তিনি ১৯৯২ সাল থেকে আমারা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারপারসন এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে মেলকর্প মার্কেন্টাইল ইনকর্পোরেটেডের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, কানাডার এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট এবং সাসকাচোয়ান ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট ও সিইও সহ বিভিন্ন ভূমিকা পালন করেছেন।[২] ১৯৬৮ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত, কোক সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে ক্রমান্বয়ে সিনিয়র পদে পড়ান, ১৯৮৬ সালে কলেজ অফ হোম ইকোনমিক্সের ডিন হন।

ব্যক্তিগত[সম্পাদনা]

কওক স্থপতি এবং নগর পরিকল্পনাবিদ, স্ট্যানলি কওককে বিয়ে করেছেন। তিনি কনকর্ড প্যাসিফিক ডেভেলপমেন্টের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান এবং বর্তমানে বেসরকারী বিনিয়োগ সংস্থা আমরা ইন্টারন্যাশনালের সভাপতি।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Khoo Salma Nasution, Alison Hayes & Sehra Yeap Zimbulis: Giving Our Best: The Story of St George's Girls' School, Penang, 1885-2010, Areca Books, 2010, p. 189.
  2. Saunders, Phil (জুলাই ২০০৯)। "Lesson in leadership begins with a tale of manure"InRoads Magazine। Royal Roads University। ১৩ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১০ 
  3. "Stanley Kwok"। Royal Roads University। ৭ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৪