বিষয়বস্তুতে চলুন

ইফ্রিত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইফরিত (আরবি: عفريت, প্রতিবর্ণীকৃত: ʿifrīt, অনুবাদ'[ʕifriːt]' (listen) হলো ইসলামি সংস্কৃতিতে এক ধরণের শক্তিশালী  জ্বীন। 'আফারিত'দের প্রায়শই অন্ধকারজগতের সাথে যুক্ত করা হয় এবং মৃতদের আত্মা হিসেবে চিহ্নিত করা হয়। ইউরোপীয় সংস্কৃতিতে এদেরকে মন্দ প্রকৃতির জ্বীনদের সাথে তুলনা করা যায়।[] কুরআন, হাদিস এবং মি'রাজ এর বর্ণনায় 'ইফরিত'  শব্দটির পরেই "জ্বীনদের মধ্যে" বাক্যাংশ যুক্ত থাকে। পরবর্তী লোককাহিনীতে, এদেরকে স্বাধীন সত্তা হিসেবে স্থান দেওয়া হয়েছে, যেখানে তাদেরকে শক্তিশালী জ্বীন অথবা মৃত আত্মা হিসেবে চিহ্নিত করা হয় যারা কখনও কখনও ধ্বংসস্তূপ বা মন্দিরের মতো জনমানবহীন স্থানে বসবাস করে। তাদের আসল আবাস হলো জাহান্নাম বা অন্ধকারজগত।[]

  1. Edward Westermarck Ritual and Belief in Morocco: Vol. I (Routledge Revivals) Routledge, 23 Apr 2014 আইএসবিএন ৯৭৮১৩১৭৯১২৬৮২ p. 387
  2. Chelhod, J., “ʿIfrīt”, in: Encyclopaedia of Islam, Second Edition, Edited by: P. Bearman, Th. Bianquis, C.E. Bosworth, E. van Donzel, W.P. Heinrichs. Consulted online on 06 October 2019 <http://dx.doi.org/10.1163/1573-3912_islam_SIM_3502> First published online: 2012 First print edition: আইএসবিএন ৯৭৮৯০০৪১৬১২১৪, 1960-2007