ইনসিডিয়াস: দ্য রেড ডোর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইনসিডিয়াস: দ্য রেড ডোর
পরিচালকপ্যাট্রিক উইলসন
প্রযোজক
চিত্রনাট্যকারস্কট টিমস
কাহিনিকার
  • লেই ওয়ানেল
  • স্কট টিমস[১]
উৎসলেই ওয়ানেল কর্তৃক 
চরিত্র
শ্রেষ্ঠাংশে
  • টাই সিম্পকিন্স
  • প্যাট্রিক উইলসন
  • সিনক্লেয়ার ড্যানিয়েল
  • হায়াম আব্বাস
  • রোজ বাইর্ন
সুরকারজোসেফ বিশারা
চিত্রগ্রাহকঅটাম এয়াকিন
সম্পাদক
  • ডেরেক অ্যামব্রোসি
  • মিশেল অ্যালার
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকসোনি পিকচার্স রিলিজিং
মুক্তি
  • ৭ জুলাই ২০২৩ (2023-07-07)
স্থিতিকাল১০৭ মিনিট[২]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৬ মিলিয়ন
আয়$১৭৬.২ মিলিয়ন[৩][৪]

ইনসিডিয়াস: দ্য রেড ডোর ২০২৩ সালের মার্কিন অতিপ্রাকৃত লোমহর্ষক চলচ্চিত্র। লেই ওয়ানেল ও স্ক্টট টিমস ছবির গল্প লিখেছেন। প্যাট্রিক উইলসন ছবিটি পরিচালনা করেছেন এই চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এটি ইনসিডিয়াস: চ্যাপ্টার ২ (২০১৩) এর সিক্যুয়েল এবং ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি। ৭ জুলাই ২০২৩ সালে ছবিটি পেক্ষাগৃহে মুক্তি পায়।

অভিনয়ে[সম্পাদনা]

  • টাই সিম্পকিন্স – ডাল্টন ল্যাম্বার্ট
  • প্যাট্রিক উইলসন – জোশ ল্যাম্বার্ট
  • রোজ বার্ন – রেনাই ল্যাম্বার্ট
  • সিনক্লেয়ার ড্যানিয়েল– ক্রিস উইনস্লো
  • হিয়াম আব্বাস – প্রফেসর আরমাগান
  • অ্যান্ড্রু অ্যাস্টর – ফস্টার ল্যাম্বার্ট
  • জুলিয়ানা ডেভিস – কালী ল্যাম্বার্ট
  • স্টিভ কুল্টার – কার্ল
  • পিটার ডেগার – নিক দ্য ডিক
  • জাস্টিন স্টার্জিস – অ্যালেক অ্যান্ডারসন
  • জোসেফ বিশারা – লিপস্টিক-মুখ রাক্ষস
  • ডেভিড কল – স্ম্যাশ ফেস / বেন বার্টন
  • লেই ওয়ানেল – স্পেক্স
  • অ্যাঙ্গাস স্যাম্পসন – টাকার
  • লিন শায়ে – এলিস রেইনিয়ার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Insidious: The Red Door"Writers Guild of America West। জুন ৯, ২০২৩। জুলাই ৩, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৩, ২০২৩ 
  2. "Insidious: The Red Door (15)"BBFC। জুন ১৫, ২০২৩। জুন ১৬, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৬, ২০২৩ 
  3. "Insidious: The Red Door"বক্স অফিস মোজোআইএমডিবি। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০২৩ 
  4. টেমপ্লেট:Cite NUM

বহিঃসংযোগ[সম্পাদনা]