ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের গবেষণা দেখানো একটি ছবি

ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা ইনফ্লুয়েঞ্জা রোগে প্রতিক্রিয়া পাবার জন্য ওষুধ এবং থেরাপি ব্যবহৃত হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে লক্ষ্য করে সরাসরি ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা করা হতে পারে। [১]

দুই শ্রেণির প্রধান অ্যান্টিভাইরাল ড্রাগস নিউর্যামিনিডেস ইনহিবিটারস ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে ব্যবহার করা হয়। যেমন- জানামিভির এবং অসিল্টামিভির অথবা ভাইরাল এম ২ প্রোটিনের ইনহিবিটারস, যেমন আমান্টাদাইন এবং রিমান্তাদাইন।

লক্ষণীয় চিকিৎসা[সম্পাদনা]

রোগ প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ইনফ্লুয়েঞ্জা রোগে সংক্রমিত ব্যক্তিদের পরামর্শ দিয়েছে:

  • বাড়িতে থাকতে হবে।
  • প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে।
  • অনেক পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে।
  • ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকতে হবে।
  • প্রেস্ক্রিপশন বিহীন সাধারণ ওষুধ ব্যবহার করতে হবে[২]
  • সর্বোত্তম ভালো চিকিৎসার জন্য একজন ভাল চিকিৎসক কে প্রাথমিক অব্যবস্থায় দেখাতে হবে।
  • জরুরী উপসর্গ দেখা দিলে সতর্ক থাকুন।s[৩]

যেসব চিহ্ন এবং সংকেত জানান দেয় যে রোগটি আরও শক্তিশালী হচ্ছে এবং তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন। এগুলো হলো:

  • শ্বাস-প্রশ্বাস এ সমস্যা অথবা অপর্যাপ্ত শ্বাস-প্রশ্বাস
  • বুকে অথবা পেটেব্যাথা অথবা চাপ অনুভূতি
  • মাথা ঘুরানো
  • বিহ্বলতা
  • তীব্র ও দীর্ঘ সময়

বাচ্চাদের ক্ষেত্রে অন্যান্য সতর্কতামূলক চিহ্নের মাঝে বিরক্তি, ঘুম থেকে না জাগা,

্রুত শ্বাস প্রশ্বাস এবং নীলচে

্বক।তবাচ্চাদের ক


ign in children is if the flu symptoms appear to resolve, but then reappear with fever and a bad cough.[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Montalto NJ, Gum KD, Ashley JV (ডিসেম্বর ২০০০)। "Updated treatment for influenza A and B"Am Fam Physician62 (11): 2467–76। পিএমআইডি 11130232। ৬ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২০ 
  2. "Medications Used to Treat Alcohol Withdrawal & Alcoholism"Alcohol.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-১১ 
  3. "Taking Care of Yourself: What to Do if You Get Sick with Flu"Disease and Conditions: Seasonal FluCDC। ২০০৮-০২-০৬। ২০১৯-০১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৪