ইট্রিয়াম আয়োডাইড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইট্রিয়াম আয়োডাইড
নামসমূহ
অন্যান্য নাম
ট্রাইআয়োডোইট্রিয়াম, ইট্রিয়াম ট্রাইআয়োডাইড,[১] ইট্রিয়াম((III)) আয়োডাইড
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
কেমস্পাইডার
ইসিএইচএ ইনফোকার্ড ১০০.০৩৩.৩৮৩
ইসি-নম্বর
  • 236-737-1
ইউএনআইআই
  • InChI=1S/3HI.Y/h3*1H;/q;;;+3/p-3
    চাবি: LFWQXIMAKJCMJL-UHFFFAOYSA-K
বৈশিষ্ট্য
YI
3
আণবিক ভর ৪৬৯.৬১৯৩ গ্রাম/মোল
বর্ণ বর্ণহীন স্ফটিক
গলনাঙ্ক ১,০০০ °সে (১,৮৩০ °ফা; ১,২৭০ K)
স্ফুটনাঙ্ক ১,৩১০ °সে (২,৩৯০ °ফা; ১,৫৮০ K)
দ্রবণীয়
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
তথ্যছক তথ্যসূত্র

ইট্রিয়াম আয়োডাইড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত YI
3
। এটি ইট্রিয়াম এবং হাইড্রোয়েডিক অ্যাসিডের একটি লবণ।[২] [৩]

প্রস্তুতি[সম্পাদনা]

নিষ্ক্রিয় বায়ুমণ্ডলের উপস্থিতিতে ইট্রিয়াম ধাতু এবং আয়োডিন উত্তপ্ত করে ইট্রিয়াম আয়োডাইড তৈরি করা যায়:

অ্যামোনিয়াম আয়োডাইডের সাথে ইট্রিয়াম অক্সাইড উত্তপ্ত করেও ইট্রিয়াম আয়োডাইড তৈরি করা যেতে পারে:

হাইড্রয়েডিক অ্যাসিডের সাথে ইট্রিয়াম অক্সাইড বা ইট্রিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেও ইট্রিয়াম আয়োডাইড পাওয়া যেতে পারে।

ধর্ম[সম্পাদনা]

ইট্রিয়াম আয়োডাইড বর্ণহীন স্ফটিক গঠন করে। এই যৌগটি জলে দ্রবণীয়। জৈব দ্রাবক ইথানলেও ভাল দ্রবীভূত হয়। তবে ডাইথাইল ইথার দ্রাবকে দ্রবীভূত হয় না। ইট্রিয়াম আয়োডাইড স্ফটিকের গঠন বিসমাথ ট্রাইআয়োডাইড লবণের স্ফটিকের মতো।[৪]

ইট্রিয়াম আয়োডাইডের লবণ তিন অথবা ছয় অণু কেলাস জলযুক্ত লবণ হিসাবেও পাওয়া যায়।[৫]

ব্যবহার[সম্পাদনা]

কম তাপমাত্রায় ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড (YBCO) নামে অতিপরিবাহী উপকরণ প্রস্তুতিতে ইট্রিয়াম আয়োডাইড কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "yttrium triiodide" (ইংরেজি ভাষায়)। webbook.nist.gov। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১ 
  2. Quarterly Metallurgical Progress Report (ইংরেজি ভাষায়)। United States Atomic Energy Commission, Technical Information Service Extension.। জুন ১৯৬০। পৃষ্ঠা 5। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১ 
  3. "Yttrium Iodide"American Elements। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১ 
  4. Jongen, L.; Meyer, G. (১ আগস্ট ২০০৫)। "Yttrium triiodide, YI3" (ইংরেজি ভাষায়): i151–i152। আইএসএসএন 1600-5368ডিওআই:10.1107/S1600536805019847। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১ 
  5. Emeleus, H.J.; Sharpe, Alan G. (১৯৮১)। Advances in Inorganic Chemistry and RadiochemistryAcademic Press। পৃষ্ঠা 65। আইএসবিএন 0-12-023624-9 
  6. "Yttrium(III) iodide"Sigma Aldrich। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১