ইগনাসিও লাকিন্তানা
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইগনাসিও হেসুস লাকিন্তানা মারসিকো | ||
জন্ম | ১ ফেব্রুয়ারি ১৯৯৯ | ||
জন্ম স্থান | পায়সান্দু, উরুগুয়ে | ||
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রেড বুল ব্রাগান্তিনো | ||
জার্সি নম্বর | ৩৩ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৫১, ১২ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইগনাসিও হেসুস লাকিন্তানা মারসিকো (স্পেনীয়: Ignacio Laquintana; জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৯৯; ইগনাসিও লাকিন্তানা নামে সুপরিচিত) হলেন একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ব্রাজিলীয় ক্লাব রেড বুল ব্রাগান্তিনোর হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৮ সালে, লাকিন্তানা উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের হয়ে উরুগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইগনাসিও হেসুস লাকিন্তানা মারসিকো ১৯৯৯ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে উরুগুয়ের পায়সান্দুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]লাকিন্তানা উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ৫ই এপ্রিল তারিখে তিনি উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। উরুগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ১৪ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- {{ফিফা খেলোয়াড়}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- সকারওয়েতে ইগনাসিও লাকিন্তানা (ইংরেজি)
- সকারবেসে {{সকারবেস}} টেমপ্লেটে আইডি নেই ও উইকিউপাত্তেও তা উপস্থিত নেই
- বিডিফুটবলে {{বিডিফুটবল}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- ট্রান্সফারমার্কেটে ইগনাসিও লাকিন্তানা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ইগনাসিও লাকিন্তানা (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে {{ইএসপিএন এফসি}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।