ইউট্রিনস্কি ভেসনিক
অবয়ব
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
মালিক | মিডিয়া প্রিন্ট ম্যাসেডোনিয়া ডুয়েল |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৯ |
সদর দপ্তর | স্কোপজে, উত্তর ম্যাসেডোনিয়া |
ওয়েবসাইট | www |
ইউট্রিনস্কি ভেসনিক (ম্যাসেডোনীয়: Утрински весник;ইংরাজীতে দ্য মর্নিং ) অর্থ হল ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্রের একটি দৈনিক পত্রিকা। কাগজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। [১] ইউট্রিনস্কি ভেসনিকের প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়েছিল ২৩ জুন ১৯৯৯। এর বর্তমান সম্পাদক হলেন ইরল রিজাওভ । এটি রোববার বাদে প্রতিদিন প্রকাশিত হয়।
শুক্রবারে, পত্রিকাটির সাথে ম্যাগাজিন+ নামে একটি সংযোজন প্রকাশিত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Agnes Handwerk; Harrie Willems (জানুয়ারি ২০০৪)। "WAZ and the Buy-out of the Macedonian Independent Press" (পিডিএফ)। Press Now। Amsterdam। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৬।