বিষয়বস্তুতে চলুন

ইউজিন র‌্যামসডেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইউজেন জোসেফ স্কয়ার হারগ্রিভস র‌্যামসডেন, প্রথম ব্যারন র‌্যামসডেন ওবিই (২ ফেব্রুয়ারি ১৮৮৩ - ৯ আগস্ট ১৯৫৫), যিনি ১৯৩৮ হতে ১৯৪৫ সালের মধ্যে স্যার ইউজন র‌্যামসডেন, বিটি নামে পরিচিত ছিলেন, হলেন যুক্তরাজ্যের রক্ষণশীল দলের একজন রাজনীতিবিদ।

জন্ম ও পরিচিতি[সম্পাদনা]

র‌্যামসডেন ছিলেন ইয়র্কশায়ারের গোমারসালের দ্য হুইটলিসের জেমস র‌্যামসডেন এবং মেরি জেন-এর ছেলে । তিনি জেমস রামসডেন লিমিটেডের প্রধান ছিলেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধেও যুদ্ধ করেছিলেন এবং 1919 সালে একজন ওবিই নিযুক্ত হন ।