ইউক্রেন দূতাবাস, বুদাপেস্ট
![]() | |
---|---|
![]() বুদাপেস্টে ইউক্রেনের দূতাবাস | |
![]() | |
অবস্থান | বুদাপেস্ট, ![]() |
ঠিকানা | ১১২৫, বুদাপেস্ট, ৮৪/বি ইসতেহেগি স্ট্রিট (ХІІ জেলা) |
রাষ্ট্রদূত | লজুবো নেপপ্ ২০১৬ সাল থেকে |
ইউক্রেন দূতাবাস, বুদাপেস্ট (ইউক্রেনীয়: Посольство України в Угорщині) হল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট শহরে অবস্থিত ইউক্রেনের একটি কূটনৈতিক মিশন।
কূটনৈতিক সম্পর্কের ইতিহাস[সম্পাদনা]
১৯৯১ সালের ৬ ডিসেম্বর হাঙ্গেরি ইউক্রেনের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। ঐদিনে হাঙ্গেরি এবং ইউক্রেন এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়েছিল। ভাল প্রতিবেশীসুলভ সহৃদয়তা ও সহযোগিতার অঙ্গিকার নিয়ে এই দুই দেশের মধ্যে কিয়েভে একটি চুক্তি স্বাক্ষর হয়।[১] ১৯৯১ সালের ৬ ডিসেম্বর হাঙ্গেরির দূতাবাসটি কিয়েভে খোলা হয়েছিল। ১৯৯২ সালের ২৩ শে মার্চ হাঙ্গেরিতে ইউক্রেনের দূতাবাসের কার্যক্রম শুরু হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Українська дипломатична енциклопедія: У 2-х т./Редкол.:Л. В. Губерський (голова) та ін. — К.:Знання України, 2004 — Т.1 — 760с.