ইউক্রেন দূতাবাস, নিকোসিয়া
সাইপ্রাস প্রজাতন্ত্রে ইউক্রেন দূতাবাস | |
---|---|
![]() ইউক্রেনের জাতীয় প্রতীক | |
![]() | |
অবস্থান | নিকোসিয়া, ![]() |
ঠিকানা | ১০ এনগোমি, ২৪১৫ এ.মিয়াওলি সড়ক, ১০, নিকোসিয়া, সাইপ্রাস |
রাষ্ট্রদূত | রুসলান নিমৎসচেনস্কিজ (২০২০ থেকে) |
ওয়েবসাইট | cyprus |
ইউক্রেন দূতাবাস, নিকোসিয়া হল সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় অবস্থিত ইউক্রেনের একটি কূটনৈতিক মিশন।
কূটনৈতিক সম্পর্কের ইতিহাস[সম্পাদনা]
১৯৯১ সালের ২৭ ডিসেম্বর সাইপ্রাস প্রজাতন্ত্র ইউক্রেনের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে। ১৯৯২ সালের ১৯ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে দুই দেশের মধ্যে প্রাসঙ্গিক প্রোটোকল স্বাক্ষরের মাধ্যমে ইউক্রেন ও সাইপ্রাস প্রজাতন্ত্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।[১] ১৯৯৯ সালের আগস্ট মাসে নিকোসিয়াতে ইউক্রেনের জেনারেল কনস্যুলেট প্রতিষ্ঠা করা হয় এবং ২০০৩ সালের জুনে সাইপ্রাস প্রজাতন্ত্রে ইউক্রেন দূতাবাস তার কার্যক্রম শুরু করে।
কূটনৈতিক মিশনের প্রধানগণ[সম্পাদনা]
- দিমিত্রো মার্কো (১৯৯৯–২০০২)
- বোরিস হুমেনজুক (২০০৩–২০০৭)
- ওলেকসান্ডার ডেমজনজুক (২০০৭–২০১২)
- বোরিস হুমেনজুক (২০১২–২০১৯)[২]
- নাটালিজা সিরেনকো (২০১৯–২০২০)
- রুসলান নিমৎসচেনস্কিজ (২০২০–)[৩]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Українська дипломатична енциклопедія (ইউক্রেনীয় কূটনৈতিক বিশ্বকোষ): У 2-х т./রেডকোল.:এল. ভি. গুবারস্কি (প্রধান) та ін. — К.:Знання України, ২০০৪ — Т.1 — ৭৬০с. (ইউক্রেনীয় ভাষায়)
- ↑ ১৯ জুলাই ২০১৯ থেকে ইউক্রেনের রাষ্ট্রপতির ডিক্রিসমূহ নং. ৫৩৪/২০১৯ "«Про звільнення Б.Гуменюка з посади Надзвичайного і Повноважного Посла України в Республіці Кіпр»" (ইউক্রেনীয় ভাষায়)।
- ↑ ১২ আগস্ট ২০২০ থেকে ইউক্রেনের রাষ্ট্রপতির ডিক্রিসমূহ নং. ৩১৭/২০২০ "«Про призначення Р.Німчинського Надзвичайним і Повноважним Послом України в Республіці Кіпр»" (ইউক্রেনীয় ভাষায়)।