ইউক্রেন দূতাবাস, নিকোসিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ইউক্রেনের দূতাবাস, নিকোসিয়া থেকে পুনর্নির্দেশিত)
সাইপ্রাস প্রজাতন্ত্রে ইউক্রেন দূতাবাস
ইউক্রেনের জাতীয় প্রতীক
মানচিত্র
অবস্থাননিকোসিয়া,  সাইপ্রাস
ঠিকানা১০ এনগোমি, ২৪১৫ এ.মিয়াওলি সড়ক, ১০, নিকোসিয়া, সাইপ্রাস
রাষ্ট্রদূতরুসলান নিমৎসচেনস্কিজ (২০২০ থেকে)
ওয়েবসাইটcyprus.mfa.gov.ua

ইউক্রেন দূতাবাস, নিকোসিয়া হল সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় অবস্থিত ইউক্রেনের একটি কূটনৈতিক মিশন।

কূটনৈতিক সম্পর্কের ইতিহাস[সম্পাদনা]

১৯৯১ সালের ২৭ ডিসেম্বর সাইপ্রাস প্রজাতন্ত্র ইউক্রেনের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে। ১৯৯২ সালের ১৯ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে দুই দেশের মধ্যে প্রাসঙ্গিক প্রোটোকল স্বাক্ষরের মাধ্যমে ইউক্রেন ও সাইপ্রাস প্রজাতন্ত্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।[১] ১৯৯৯ সালের আগস্ট মাসে নিকোসিয়াতে ইউক্রেনের জেনারেল কনস্যুলেট প্রতিষ্ঠা করা হয় এবং ২০০৩ সালের জুনে সাইপ্রাস প্রজাতন্ত্রে ইউক্রেন দূতাবাস তার কার্যক্রম শুরু করে।

কূটনৈতিক মিশনের প্রধানগণ[সম্পাদনা]

  1. দিমিত্রো মার্কো (১৯৯৯–২০০২)
  2. বোরিস হুমেনজুক (২০০৩–২০০৭)
  3. ওলেকসান্ডার ডেমজনজুক (২০০৭–২০১২)
  4. বোরিস হুমেনজুক (২০১২–২০১৯)[২]
  5. নাটালিজা সিরেনকো (২০১৯–২০২০)
  6. রুসলান নিমৎসচেনস্কিজ (২০২০–)[৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Українська дипломатична енциклопедія (ইউক্রেনীয় কূটনৈতিক বিশ্বকোষ): У 2-х т./রেডকোল.:এল. ভি. গুবারস্কি (প্রধান) та ін. — К.:Знання України, ২০০৪ — Т.1 — ৭৬০с. (ইউক্রেনীয় ভাষায়)
  2. ১৯ জুলাই ২০১৯ থেকে ইউক্রেনের রাষ্ট্রপতির ডিক্রিসমূহ নং. ৫৩৪/২০১৯ "«Про звільнення Б.Гуменюка з посади Надзвичайного і Повноважного Посла України в Республіці Кіпр»" (ইউক্রেনীয় ভাষায়)। 
  3. ১২ আগস্ট ২০২০ থেকে ইউক্রেনের রাষ্ট্রপতির ডিক্রিসমূহ নং. ৩১৭/২০২০ "«Про призначення Р.Німчинського Надзвичайним і Повноважним Послом України в Республіці Кіпр»" (ইউক্রেনীয় ভাষায়)।