আহোম মুদ্রা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আহোমরা বৃহত্তর টাই জাতির একটি গোষ্ঠী। আহোমদের প্রথম রাজা চুকাফা সেইসময়ের বর্ত্তমানের দক্ষিণ-পশ্চিম চীনদেশের মৌঙ মাও রাজ্যের [১] থেকে ১২২৮ খ্রিস্টাব্দে আসেন বলা হয়।[২] যদিও বামুনি কোঁয়র অথবা চুডাংফার (১৩৯৭-১৪০৭ খ্রী.) শিঙরীঘরে ওঠার সময় প্রথম মুদ্রা মুদ্রিত হয়েছিল।[৩]

অন্য এক তথ্যমতে বলা হয় যে, চুহুংমুঙ অথবা দিহিঙীয়া রাজার (১৪৯৭-১৫৩৯ খ্রিস্টাব্দ) কামতা দখল করে চামখাম ঘরচন্দিকাইকে তাঁর প্রতিনিধি হিসাবে কামতেশ্বরের রূপে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর পুরীর জগন্নাথ ঠাকুর দর্শনের জন্য গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি পুষ্করিণী খনন করান। এই কার্যের জন্য উড়িষ্যারাজ বিক্রমসেনের ২০০ সোনার মুদ্রা প্রয়োজন হয়েছিল এবং সেই মুদ্রাটি দিহিঙিয়া রাজা দিয়েছিলেন। অর্থাৎ দিহিঙিয়া রাজার সময়ে মুদ্রা মুদ্রিত হয়েছিল।

এডবার্ড গেইট এবং বটহামরের মতে চুক্লেংমুঙ বা গড়গঞা রাজার সময়ে (১৫৩৯-১৫৫২ খ্রিস্টাব্দে) ১৫৪৩ খ্রিস্টাব্দে প্রথম মুদ্রা মুদ্রণ করা হয়েছিল।[৪] কিন্তু এই মুদ্রার সাথে গড়গঞা রাজা এবং চক্রধ্বজরসিংহের মুদ্রা সাদৃশ্য থাকায় পরবর্ত্তী মুদ্রা বিশেষজ্ঞরা এই মুদ্রা চক্রধ্বজসিংহের বলে মত প্রকাশ করেন।[৫] করেছিলেন বলে ইতিহাস বলে, কিন্তু বামুণি কোঁয়রের সময় থেকে প্রতাপসিংহ অথবা চুচেংফার সময় পর্যন্ত মুদ্রিত হওয়া কোনো মুদ্রা এখনও আবিষ্কৃত হয়নি। চুকাফা আগমনের চারশতক পর ১৬৪৮ খ্রিস্টাব্দে স্বর্গদেও জয়ধ্বজের সময়ে মোগলমুদ্রার আদলে মুদ্রিত আহোম মুদ্রাই বর্ত্তমান পর্যন্ত আবিষ্কৃত অনেক পুরানো মুদ্রা। প্রথম আহোম মুদ্রার প্রমাণ পাওয়া যায়, জেন-ব্যাপ্ষ্টিটি টাভারনিয়ারের (১৬০৫-১৬৮৯ খ্রী.) (Six Voyages, 1676) নামের গ্রন্থে অংকিত করা একটি আহোম মুদ্রার থেকে। কাশীনাথ তামুলি ফুকন-এর আসাম ইতিহাসে আহোম মুদ্রা মুদ্রণের এক কাহিনী পাওয়া যায়, স্বর্গদেও প্রতাপসিংহের সময়ে সুন্দর গোঁহাই এবং আরো অনেককে কোচবিহারে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাঁরা সেখানে মুদ্রা কীভাবে মুদ্রণ করে তা প্রত্যক্ষ করেন, পরে তাঁদের উন্মুক্ত করে দেওয়া হয়। প্রতাপসিংহ তাঁদের থেকে এইবিষয়ে জেনে আসামে মুদ্রা মুদ্রণ প্রযুক্তি আনেন।[৬]

জেন-ব্যাপ্ষ্টিটি টাভারনিয়ারের (১৬০৫-১৬৮৯ খ্রী.) (Six Voyages, 1676) নামের গ্রন্থে অংকিত করা প্রথম আহোম মুদ্রা।[৭]
চাওফা চুক্লেংমুং (𑜋𑜈𑜫 𑜇𑜡 𑜏𑜢𑜡𑜈𑜫 𑜀𑜢𑜡𑜂𑜫 𑜉𑜢𑜡𑜂𑜫 বা গড়গঞা রাজা) এবং চাওফা চুপুংমুং (𑜋𑜈𑜫 𑜇𑜡 𑜏𑜢𑜡𑜈𑜫 𑜆𑜢𑜡𑜂𑜫 𑜉𑜢𑜡𑜂𑜫 বা স্বর্গদেও চক্রধ্বজসিংহ) দুই টাওচিঙা ৬০ বছরের চক্রের লকনি প্লেক-ঙি (১৫তম্ বর্ষে) রাজভার নিয়েছিলেন। এই মুদ্রার লিপিতে চুপুংমঙের বানানের সাথে বেশি সাদৃশ্য আছে বলে দেখা যায়।
臧(জেং)寶(বাও) লেখা এই মুদ্রা ১৫৭০ শকাব্দে (১৬৪৮ খ্রিস্টাব্দ) স্বর্গদেও জয়ধ্বজসিংহের দ্বারা জেং অর্থাৎ তখনকার দক্ষিণ তিব্বতের (বর্ত্তমানের অরুণাচলপ্রদেশ) রাষ্টারে চীনদেশের সাথে বাণিজ্য করার জন্য মুদ্রিত করেছিলেন।[৮][৯][১০]
উদয়াদিত্যসিংহ (চুঞৎফা)র মুদ্রা
বজ্রনাথসিংহর দুপণ মূল্যের দ্বিভাষিক একমাত্র আহোম মুদ্রা, ওজন এক তোলা
বার্মার অধীনতায় থাকাকালীন অবস্থায় যোগেশ্বর সিংহের দ্বারা মুদ্রিত মুদ্রা।
রুদ্রসিংহের মুদ্রা (পাখি সমেত সিংহ ও হরিণ প্রতিচ্ছবি থাকা)
শিবসিংহের পার্সি ভাষার চারকোণা মুদ্রা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. চুকাফা আসাম আগমনর সময় ১২২৮ খ্রিস্টাব্দে চং সাম্রাজ্যের অধীনের ডালি রাজ্যের রাজা ছিলেন দুয়াং ঝিযেয়াং এবং সেই সময়কালে মঙ্গোলীয় আক্রমণকারী চং সাম্রাজ্য আক্রমণ করে এবং ১২৫৩ খ্রিস্টাব্দে ঐতিহাসিক নানঝাওর ভেঁটিতে গড়ে ওঠা ডালি রাজ্য আক্রমণ করে দখল করেন। ১৩৪০ খ্রিস্টাব্দে মঙ্গোল দূরে যাওয়ায় পূর্ব ডালি অংশে মংমাও রাজ্য পুনর্গঠন হয় এবং ১৬০৪ খ্রিস্টাব্দে বার্মায় সামিল হয়।
  2. http://taistudiescenter.org/early-history/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জুন ২০২০ তারিখে Early History of the Tai (Taidam) People
  3. আসাম ইতিহাসের মতে, বামুনি কোঁয়রের সময় প্রথম মুদ্রা মুদ্রণ হয়েছিল।
  4. MC Das, A.S. Museum "Coins of the Ahom kings of Assam"
  5. SK Bose, 2004
  6. Rhodes & Bose, The Coinage of Assam - Volume II - Ahom Period, Guwahati & Kolkata, 2004, pp.9
  7. Travelogues Travellers' Views
  8. Rhodes & Bose, The Coinage of Assam - Volume II - Ahom Period, Guwahati & Kolkata, 2004, pp. 10
  9. Memoirs Series No 7 Coinage and Economy of North Eastern States of India, The Numismatic Society of India - Varanasi, Palte XI (Article: V. Choudhury & P. Roy, An Assamese Trade Rupee pp.178-179)
  10. https://www.numisbids.com/n.php?p=lot&sid=1643&lot=258 ২৭ সেপ্টেম্বরের ২০১৬ খ্রিস্টাব্দে লণ্ডনস্থিত স্পিংক নিলাম কেন্দ্র এই মুদ্রা পঞ্জীকৃত করেছিল।