আহমাদ আহমাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমাদ আহমাদ
সিএএফ সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৬ মার্চ ২০১৭
পূর্বসূরীইশা হায়াতু
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1959-12-30) ৩০ ডিসেম্বর ১৯৫৯ (বয়স ৬৪)
মাহাজঙ্গা, মাদাগাস্কার
জাতীয়তামালাগাসি
পেশারাজনীতিবিদ
ফুটবল প্রশাসক

আহমাদ আহমাদ (জন্ম: ৩০ ডিসেম্বর ১৯৫৯) হলেন একজন মালাগাসি ফুটবল প্রশাসক ও রাজনীতিবিদ। তিনি রাজনীতিতে যোগ দেওয়ার আগে, যুবক বয়সে ফুটবলার এবং পরে ফুটবল প্রশিক্ষক ছিলেন। তিনি ২০০৩ সাল থেকে মালাগাসি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন[১] এবং বর্তমানে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।

২০১৭ আহমাদ আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। তিনি সিএএফ-এর ৭ম সভাপতি। এর পূর্বে তিনি এর কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন।[২]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

আহমাদ মাদাগাস্কারের ক্রীড়া সম্পাদক ছিলেন এবং তারপরে মৎস্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একজন সেনেটর, ২০১৬ সালে মাদাগাস্কারের রাষ্ট্রপতি হেরি রাজাওনারিমাম্পিয়ানিনা তাকে সেনেটের ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করে।

ফুটবল প্রশাসক[সম্পাদনা]

আহমাদ মূলত ফুটবল প্রশিক্ষক ছিলেন। ২০০৩ সালে তিনি মালাগাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন।[৩] ২০১৭ সালের ১৬ মার্চ তিনি আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি নির্বাচিত হন, তিনি ৩৪-২০ ভোটে জয়লাভ করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিল প্রাক্তন সভাপতি ইশা হায়াতু, যে ১৯৯৮-২০১৭ পর্যন্ত এর সভাপতি ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ahmad replaces Issa Hayatou as African football chief"Al Jazeera। ১৬ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৮ 
  2. "Madagascar FA chief Ahmad elected as new Caf president"BBC News। ১৬ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৭ 
  3. "AHMAD - FIFA.com"FIFA.com। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৮