বিষয়বস্তুতে চলুন

আহমদ আবু আল ফুতুহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমদ ফুতুহ
২০২১ সালে আহমদ ফুতুহ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আহমদ মুহাম্মদ আবু আল ফুতুহ মুহাম্মদ
জন্ম (1998-03-22) ২২ মার্চ ১৯৯৮ (বয়স ২৬)
জন্ম স্থান কায়রো, মিশর
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
জামালেক
জার্সি নম্বর ২৯
যুব পর্যায়
জামালেক
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬– জামালেক ৩৯ (০)
২০১৬ইএনপিপিআই (ধার) (০)
২০১৯–২০২০সুমুহা (ধার) ৩৪ (০)
জাতীয় দল
২০১৭ মিশর অনূর্ধ্ব-২০ (০)
২০১৮– মিশর অনূর্ধ্ব-২৩ ১১ (১)
২০১৯– মিশর (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:০৬, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:০৬, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আহমদ মুহাম্মদ আবু আল ফুতুহ মুহাম্মদ (মিশরীয় আরবি: أحمد أبو الفتوح‎, ইংরেজি: Ahmed Abou El Fotouh; জন্ম: ২২ মার্চ ১৯৯৮; আহমদ ফুতুহ নামে সুপরিচিত) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মিশরের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর মিশরীয় প্রিমিয়ার লীগের ক্লাব জামালেক এবং মিশর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৭ সালে, ফুতুহ মিশর অনূর্ধ্ব-২০ দলের হয়ে মিশরের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০১৯ সালে মিশরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মিশরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, ফুতুহ এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি জামালেকের হয়ে এবং ১টি মিশরের বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আহমদ মুহাম্মদ আবু আল ফুতুহ মুহাম্মদ ১৯৯৮ সালের ২২শে মার্চ তারিখে মিশরের কায়রোয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ফুতুহ জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত মিশর অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Squad list - Men's Olympic Football Tournament Tokyo 2020" [দলের তালিকা - পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা টোকিও ২০২০] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ জুলাই ২০২১। পৃষ্ঠা ৫। 
  2. "El-Shennawy leads Egypt U23 squad in Tokyo Olympics" [টোকিও অলিম্পিকে মিশর অনূর্ধ্ব-২৩ দলের নেতৃত্ব দেবেন আল শানাউই]। kingfut.com (ইংরেজি ভাষায়)। কিংফুট। ২ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]