আসুতিফি দক্ষিণ জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসুতিফি দক্ষিণ জেলা
জেলা
আসুতিফি দক্ষিণ জেলা ঘানা-এ অবস্থিত
আসুতিফি দক্ষিণ জেলা
আসুতিফি দক্ষিণ জেলা
আহাফো অঞ্চল-এ আসুতিফি দক্ষিণ জেলার অবস্থান
স্থানাঙ্ক: ৬°৫৬′ উত্তর ২°২২′ পশ্চিম / ৬.৯৩৩° উত্তর ২.৩৬৭° পশ্চিম / 6.933; -2.367
দেশ ঘানা
রাজধানীহেইডিয়াম
জনসংখ্যা (২০২১)
 • মোট৬৮,৩৯৪[১]
সময় অঞ্চলজিএমটি (ইউটিসি+০)

আসুতিফি দক্ষিণ জেলা হল ঘানার আহাফো অঞ্চলের ছয়টি জেলার একটি জেলা।[২] মূলত, এটি ১৯৮৮ থেকে তৎকালীন বৃহত্তর আসুতিফি জেলার অংশ ছিল। ২৮ জুন ২০১২ সালে জেলার দক্ষিণ অংশটি বিভক্ত করে আসুতিফি দক্ষিণ জেলা তৈরি করা হয়, এইভাবে অবশিষ্ট অংশের নাম পরিবর্তন করে আসুতিফি উত্তর জেলা রাখা হয়। জেলা শহরটি আহাফো অঞ্চলের পূর্ব অংশে অবস্থিত এবং এর রাজধানী শহরের নাম হেইডিয়াম।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ghana: Administrative Division
  2. "Ghana Districts: A repository of all Local Assemblies in Ghana"www.ghanadistricts.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-৩১