বিষয়বস্তুতে চলুন

আল-মুকাওকিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আল-মুকাউকিস (আরবি: المقوقس, কিবতীয়: ⲡⲭⲁⲩⲕⲓⲁⲛⲟⲥ, ⲡⲓⲕⲁⲩⲕⲟⲥ)[][][]) ইসলামী ইতিহাসে মিশরের এক শাসক হিসেবে উল্লেখিত, যিনি নবী মুহাম্মদ (সা.)-এর সঙ্গে চিঠি চালাচালি করেছিলেন। সাধারণভাবে তাকে মিশরের শেষ প্রেফেক্ট, আলেকজান্দ্রিয়ার কাইরাস হিসেবে চিহ্নিত করা হয়। তিনি বাইজেন্টাইন আমলের (৬২৮–৬৪২) দ্বিতীয় পর্যায়ে আলেকজান্দ্রিয়ার গ্রীক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক ছিলেন।

একটি বিকল্প মত অনুযায়ী, আল-মুকাউকিস ছিলেন সাসানীয় আমলের মিশরের গভর্নর। তাকে "কিরোলোস, কপটদের নেতা" নামে পরিচিত একজন গ্রিক ব্যক্তি বলা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] তবে ঐ সময়ে সাসানীয় শাসকদের মধ্যে প্রধান সেনাপতি শাহরবারাজ মিশরের গভর্নর ছিলেন।

নবী মুহাম্মদ (সা.) যখন ইসলাম গ্রহণের আমন্ত্রণপত্র তার কাছে পাঠান, তখন আল-মুকাউকিস বলেন, তিনি নিজের রাজ্য হারানোর ঝুঁকি নিতে পারবেন না, তাই ইসলাম গ্রহণ করেননি। তবে তিনি সেই বার্তাবাহককে বেশ কিছু উপহারসহ ফিরিয়ে দেন। উপহারগুলোর মধ্যে দুটি নারীও ছিল। এছাড়া তিনি তাঁর দাসদের নির্দেশ দেন, যেন এ বিষয়ে কিছু না বলা হয়।

মুসলিম ইতিহাসকারদের বর্ণনা

[সম্পাদনা]
মিশরে ১৮৫৮ সালে আবিষ্কৃত মুহাম্মদের (সা.) চিঠি।[]
১৮৫৮ সালে আবিষ্কৃত মুহাম্মদের (সা.) চিঠির রঙিন সংস্করণ

ইবন ইসহাক এবং অন্যান্য মুসলিম ইতিহাসকারদের মতে, ৬২৮ থেকে ৬৩২ খ্রিষ্টাব্দের মধ্যে কোনো এক সময়ে নবী মুহাম্মদ (সা.) আরব উপদ্বীপনিকট প্রাচ্যের বিভিন্ন শাসকের নিকট ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। এ চিঠিগুলোর একটি পাঠানো হয়েছিল আল-মুকাউকিসের কাছেও।

[মুহাম্মদ] তাঁর কয়েকজন সাহাবিকে বিভিন্ন দিকের আরব ও অনারব রাজাদের কাছে ইসলাম প্রচারের উদ্দেশ্যে পাঠান, যা হুদায়বিয়ার চুক্তি ও তাঁর মৃত্যু এই সময়কালের মধ্যে ঘটে।... তিনি সাহাবিদের বিভক্ত করে প্রেরণ করেন, এবং হাতিব ইবন আবি বালতা'আ-কে আলেকজান্দ্রিয়ার শাসক মুকাউকিসের কাছে পাঠান। তিনি মুকাউকিসের হাতে চিঠিটি তুলে দেন...[]

আল-তাবারির মতে, এই প্রতিনিধি দল ৬ হিজরি সনের জুলহিজ্জা মাসে (এপ্রিল বা মে ৬২৮ খ্রিষ্টাব্দে) পাঠানো হয়।[] ইবন সা'দ বলেন, মুকাউকিস ৭ হিজরিতে (মে ৬২৮ সালের পর) মুহাম্মদ (সা.)-এর কাছে উপহার পাঠান।[] এই সময় নির্ধারণ ইবন সা'দের এই দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ, যে মারিয়া আল-কিবতিয়া ৬৩০ সালের মার্চ বা এপ্রিল নাগাদ ইব্রাহিম নামে মুহাম্মদ (সা.)-এর এক পুত্র সন্তানের জন্ম দেন।[] ফলে ধরে নেওয়া হয়, মারিয়া ৬২৯ সালের জুলাইয়ের আগেই মদিনায় পৌঁছে গিয়েছিলেন।

ইসলাম গ্রহণের আমন্ত্রণপত্র

[সম্পাদনা]

নবী মুহাম্মদ (সা.) তাঁর প্রতিনিধি হাতিব ইবন আবি বালতা'আ-র মাধ্যমে আল-মুকাউকিসের কাছে যে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন এবং এর জবাবে আল-মুকাউকিস যে চিঠি পাঠান, উভয়টির বর্ণনা পাওয়া যায়।

টেমপ্লেট:Text and translation

এই পত্রটি নবী মুহাম্মদের (সা.) মোহর দ্বারা সিলমোহরযুক্ত ছিল।

আল-মুকাউকিস এই চিঠিটিকে হাতির দাঁতের তৈরি একটি বাক্সে রেখে সরকারি কোষাগারে সংরক্ষণের নির্দেশ দেন। পরবর্তীতে এটি মিশরের আখমিম শহরের একটি প্রাচীন খ্রিষ্টীয় গির্জার কপটিক পুস্তকের মাঝে পাওয়া যায়। বর্তমানে এটি ইস্তানবুলের তোপকাপি প্রাসাদ জাদুঘরের পবিত্র স্মারক বিভাগে সংরক্ষিত রয়েছে।[]

আল-মুকাউকিস যে উত্তরপত্রটি পাঠান, তাতে লেখা ছিল:

টেমপ্লেট:Text and translation

উল্লেখিত দাসী দুজন হলেন মারিয়া আল-কিবতিয়া, যাকে নবী মুহাম্মদ (সা.) বিয়ে করেন, এবং তাঁর বোন সিরিন বিনত শামউন, যাকে হাসসান ইবন সাবিত বিয়ে করেন।[]

জনশ্রুতি অনুযায়ী, এক গির্জাবাসী এই চিঠিটি বাইবেলের সঙ্গে সংযুক্ত করে রাখেন এবং সেখান থেকে এক ফরাসি প্রাচ্যবিদ এটি সংগ্রহ করে সুলতানের নিকট £৩০০ মূল্যে বিক্রি করেন।[তথ্যসূত্র প্রয়োজন] তবে সংরক্ষিত এই চিঠির প্রামাণিকতা এবং মধ্যযুগীয় ইসলামী ইতিহাসকারদের বিস্তারিত বর্ণনাকে আধুনিক ইতিহাসবিদরা প্রশ্নের মুখে ফেলেছেন।[]

নামের ব্যাখ্যা

[সম্পাদনা]

মুকাউকিস শব্দটি কপটিক ভাষার ⲡⲓⲕⲁⲩⲕⲟⲥ (pi-kaukos) শব্দের আরবীকৃত রূপ, যার অর্থ "ককেশাসের মানুষ"। এই শব্দটি কপটদের মধ্যে আলেকজান্দ্রিয়ার মেল্কাইট প্যাট্রিয়ার্ক কাইরাস-এর জন্য ব্যবহৃত হতো। কপটদের দৃষ্টিতে তিনি ছিলেন একজন বিকৃত মতবাদপুষ্ট এবং বিদেশি দখলদার, যিনি পোপ বেনিয়ামিন I-এর আসন দখল করেছিলেন।[][]

পরে আরব লেখকরা এই শব্দটি আলেকজান্দ্রিয়ার অন্যান্য প্যাট্রিয়ার্কদের ক্ষেত্রেও ব্যবহার করেন, যেমন আলেকজান্দ্রিয়ার জর্জ I— যিনি "জুরাইজ ইবন মিনা পারকাবিয়োস" বা বিকল্পভাবে "জুরাইজ ইবন মত্তা" নামে পরিচিত ছিলেন।[১০][১১]

চলচ্চিত্র ও টেলিভিশনে উপস্থাপন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Werner., Vycichl (১৯৮৪) [1983]। Dictionnaire étymologique de la langue copte। Leuven: Peeters। আইএসবিএন 9782801701973ওসিএলসি 11900253 
  2. Coquin, René-Georges (১৯৭৫)। Livre de la consecration du sanctuaire de Benjamin (ফরাসি ভাষায়)। Paris: Institut Francais D - Archeologie Orientale। পৃষ্ঠা 110–112। 
  3. Alcock, Anthony (১৯৮৩)। The Life of Samuel of Kalamun by Isaac the Presbyter। Warminster [Wiltshire], England: Aris & Phillips। 
  4. Khan, Muhammad Zafrulla (১৯৮০)। Muhammad, seal of the prophets। Majlis Khuddamul Ahmadiyya। পৃষ্ঠা x। আইএসবিএন 978-0-85525-992-1[T]he original of the letter was discovered in 1858 by Monsieur Etienne Barthelemy, member of a French expedition, in a monastery in Egypt and is now carefully preserved in Constantinople. Several photographs of the letter have since been published. The first one was published in the well-known Egyptian newspaper Al-Hilal in November 1904.  চিঠিটির একটি অঙ্কন চিত্র ১৯০৪ সালে মিশরের খ্যাতনামা পত্রিকা আল-হিলাল-এ প্রকাশিত হয়, যা David Samuel Margoliouth-এর Mohammed and the Rise of Islam (১৯০৫) গ্রন্থেও অন্তর্ভুক্ত হয়েছে।
  5. Guillaume, Alfred (১৯৬৭)। The Life Of Muhammad: A Translation of Ishaq's Sirat Rasul Allah (English ভাষায়) (13th সংস্করণ)। Karachi: Oxford University Press। পৃষ্ঠা 653। আইএসবিএন 0-19-636033-1। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১ 
  6. Tabari, Tarikh al-Rusul wa'l-Muluk, vol. 8. Translated by Fishbein, M. (1997). The Victory of Islam, p. 98. New York: State University of New York Press.
  7. Salloomi, M. Abd Allah Al (১৯৯৬)। Kitab at-Tabaqat al-Kubra of Muhammad Bin Sa'd (d.230/844): The Missing and Unpublished Part of the Third Generation (Tabaqah) of the Sahabah : a Critical Study and Edition (ইংরেজি ভাষায়)। Lampeter: University of Wales। পৃষ্ঠা 260। 
  8. Öz, Tahsin (১৯৫৩)। Hirka-i saadet dairesi ve Emanat-i mukaddese (তুর্কি ভাষায়)। İsmail Akgün Matbaasi। পৃষ্ঠা 47। 
  9. Bolshakov, Oleg Georgievich (১৯৮৯)। История Халифата (History of the Caliphate) (রুশ ভাষায়)। "Наука, " Глав. ред. восточной лит-ры। আইএসবিএন 978-5-02-016552-6 
  10. Ibn Jirjis, Abū al-Mukārim Saʿd Allāh (১৮৯৫)। The Churches & Monasteries of Egypt and some neighbouring countries attributed to Abû Ṣâlih, the Armenian। Oxford: Clarendon Press। আইএসবিএন 978-0-19-813156-4 
  11. Mubârakpûrî, Safî-ur-Rahmân (২০০২)। Sealed Nectar : Biography of the Noble Prophet.। Medina, Saudi Arabia: Dar-Us-Salam Publications। আইএসবিএন 978-1-59144-071-0 
  12. Series - Muhamad Rasul Allah Ila Elalam - 1993 Cast، Video، Trailer، photos، Reviews، Showtimes (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২২-০২-১৮