বিষয়বস্তুতে চলুন

আলেহান্দ্রো রেবোয়ো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলেহান্দ্রো রেবোয়ো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলেহান্দ্রো রেবোয়ো কেনিয়াল
জন্ম (1983-01-11) ১১ জানুয়ারি ১৯৮৩ (বয়স ৪১)
জন্ম স্থান হিহোন, স্পেন
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
যুব পর্যায়
১৯৯৭–২০০১ স্পোর্টিং হিহোন
২০০১–২০০২ ওবিয়েদো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০২–২০০৩ ওবিয়েদো বি (০)
২০০৩–২০০৫ রেয়েস ৪২ (০)
২০০৫–২০০৬ হেতাফে বি (০)
২০০৬–২০০৭ গ্রানাদা (০)
২০০৮ লোর্কা দেপোর্তিবা (০)
২০০৮–২০১০ পালেন্সিয়া ৭৬ (১)
২০১০–২০১১ কার্তাহেনা (০)
২০১২–২০১৩ আবিলেস ২৫ (০)
মোট ১৬৩ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

আলেহান্দ্রো রেবোয়ো কেনিয়াল (ইংরেজি: Alejandro Rebollo; জন্ম: ১১ জানুয়ারি ১৯৮৩; আলেহান্দ্রো রেবোয়ো নামে সুপরিচিত) হলেন একজন অবসরপ্রাপ্ত স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়[] তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় পালেন্সিয়া এবং রেয়েসের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেছেন।

১৯৯৭–৯৮ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব স্পোর্টিং হিহোনর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে রেবোয়ো ফুটবল জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে তিনি ওবিয়েদোর হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০২–০৩ মৌসুমে, ওবিয়েদো বি-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। রিয়াল ওবিয়েদো বি-এর হয়ে ১ মৌসুম খেলার পর, তিনি রেয়েসে যোগদান করেন, যেখানে তিনি ২ মৌসুমে ৪২টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। অতঃপর তিনি স্পেনীয় ক্লাব হেতাফে বি-এ যোগদান করেন, যেখানে তিনি এক মৌসুম অতিবাহিত করার পর হেতাফের মূল দলে যোগদান করেন। হেতাফের হয়ে ১ মৌসুমে মাত্র ৪টি ম্যাচে অংশগ্রহণ করার পর, তিনি লোর্কা দেপোর্তিবায় যোগদান করেন। পরবর্তীতে, পালেন্সিয়া এবং কার্তাহেনার হয়ে খেলেছেন। তিনি সর্বশেষ ২০১২–১৩ মৌসুমে, তিনি কার্তাহেনা হতে আবিলেসে যোগদান করেছিলেন, যেখানে তিনি ১ মৌসুম অতিবাহিত করে অবসর গ্রহণ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "তথ্য"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]