আলেখিনের বন্দুক
আলেখিনের বন্দুক দাবার এক ধরনের আক্রমণাত্মক ব্যূহ বিশেষ।
ইতিহাস
[সম্পাদনা]আলেখিনের বন্দুক বিশ্ব দাবা চ্যাম্পিয়ান আলেকসান্দর আলেখিনের নামানুসারে হয়েছে। ১৯৩০ খ্রিষ্টাব্দে সান রেমোতে তিনি গ্র্যান্ডমাস্টার আরোন নিমজোভিচের বিরুদ্ধে এই পদ্ধতিতে খেলে জয়লাভ করেন।
চাল
[সম্পাদনা]আলেখিনের বন্দুকের ধারণাটি হল দুইটি নৌকাকে পরপর একে অপরের পেছনে রেখে তাদের পেছনে মন্ত্রীকে রেখে তিনটি প্রধান শক্তিকে এক সারিতে নিয়ে আসা। এই ধরনের গুটির অবস্থান প্রতিপক্ষের বিরুদ্ধে এক তীব্র আক্রমণের সূচনা করে। কিছু বিরল ক্ষেত্রে দুই নৌকা ও এক মন্ত্রীর বদলে দুই মন্ত্রী ও এক নৌকা এই পদ্ধতিতে সাজানো হয়। [২]
আলেখিন বনাম নিমজোভিচ
[সম্পাদনা]আলেখিন বনাম নিমজোভিচের খেলায় ২৬ নম্বর দানে আলেকসান্দর আলেখিন আলেখিনের বন্দুক অবস্থান রচনা করার মাত্র চার দান পরেই নিমজোভিচ তার আক্রমণ প্রতিরোধ করতে না পেরে পরাজিত হন।
১. e4 e6 ২. d4 d5 ৩. Nc3 Bb4 ৪. e5 c5 ৫. Bd2 Ne7 ৬. Nb5 Bxd2+ ৭. Qxd2 0–0 ৮. c3 b6 ৯. f4 Ba6 ১০. Nf3 Qd7 ১১. a4 Nbc6 ১২. b4 cxb4 ১৩. cxb4 Bb7 ১৪. Nd6 f5 ১৫. a5 Nc8 ১৬. Nxb7 Qxb7 ১৭. a6 Qf7 ১৮. Bb5 N8e7 ১৯. 0–0 h6 ২০. Rfc1 Rfc8 ২১. Rc2 Qe8? ২২. Rac1 Rab8 ২৩. Qe3 Rc7 ২৪. Rc3 Qd7 ২৫. R1c2 Kf8 ২৬. Qc1 (চিত্র) Rbc8 ২৭. Ba4 b5 ২৮. Bxb5 Ke8 ২৯. Ba4 Kd8 ৩০. h4! h5 ৩১. Kh2 g6 ৩২. g3 (জুগজোয়াং) ১-০
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Alexander Alekhine vs Aron Nimzowitsch, 1930"। chessgames.com।
- ↑ Chess Life, December 2008, p. 25; April 2009, p. 6